Noise Air Buds Mini 2 Features: বিগত কয়েক বছরে যে হারে ইয়ারবাডের চাহিদা বেড়েছে, তাতে বিভিন্ন কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন ইয়ারবাড বাজারে আনছে। সেই মতোই ইলেকট্রনিক্স কোম্পানি Noise ভারতে তাদের নতুন True Wireless Stereo Earphones (TWS) Air Buds Mini 2 লঞ্চ করেছে। এই নতুন ইয়ারবাডটির দামও কম রেখেছে কোম্পানিটি। আপনি এতে ব্লুটুথ 5.3-ওর সাপোর্ট পাবেন। এছাড়াও ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আপনি বাডগুলিতে কেস সহ 45 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রতিটি বাড-এ IPX5 রেটিং দেওয়া হয়েছে।
Noise Air Buds Mini 2-এর দাম:
এই নতুন ইয়ারবাডটি কিনতে গেলে আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। কোম্পানিটি 999 টাকা এই নতুন Air Buds Mini 2 বাজারে এনেছে। আপনি জেট ব্ল্যাক, স্নো হোয়াইট, স্পেস ব্লু এবং কেম বেইজ চারটি রঙে কিনতে পরাবেন। Noise Air Buds Mini 2 কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
Noise Air Buds Mini 2-এর স্পেসিফিকেশন:
এই ইয়ারবাডে 13 মিমি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে আপনি খুব ভাল সাউন্ড পাবেন। গেমিংয়ের সময় 50ms লেটেন্সি মোড পাবেন। জল ও ধুলো প্রতিরোধের জন্য এতে IPX5 রেটিং দেওয়া হয়েছে। 10 মিটার দূর থেকেও আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। অর্থাৎ যদি আপনার ফোন থেকে আপনি 10 মিটার দূরত্বে চলে যান, তাতেও ব্লুটুথ কানেকশনে কোনও সমস্যা হবে না।
এতে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের মতো ফিচার পেয়ে যাবেন। এই ফিচারটি বর্তমানে প্রায় অনেক ইয়ারবাডেই ব্যবহার করা হয়। এতে আপনি যখন গান শুনবেন বা কথা বলবেন, তখন বাইরের কোনও সাউন্ড আপনার কানের পৌছাবে না। ফলে আপনি একদম স্পষ্ট সাউন্ড পাবেন। এছাড়াও এতে চারটি মাইক্রোফোন দেওয়া হয়েছে, যাতে আপনার কলে কথা বলতে কোনও রকম সমস্যা না হয়।
এর ব্যাটারির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ইয়ারফোনগুলি একবার চার্জ দিলে 120 মিনিট পর্যন্ত চলতে পারে। চার্জির কেসে একটি LED লাইটও দেওয়া হয়েছে। চার্জের জন্য় আপনাকে একটি USB টাইপ-সি পোর্টও দেওয়া হবে।