মাত্র 999 টাকার Noise Buds VS102 Neo ইয়ারবাড লঞ্চ, 40 ঘণ্টার ব্যাটারি-জীবন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 15, 2023 | 12:49 PM

Noise Earbud Under Rs 1000: মোট পাঁচটি প্রিমিয়াম কালার অপশনে পাওয়া যাবে Noise Buds VS102 Neo- কার্বন ব্ল্যাক, অলিভ গ্রিন, আইস ব্লু, পার্ল পিঙ্ক এবং সফ্ট লিল্যাক। লেটেস্ট Noise ইয়ারবাডের দামও খুব কম, মাত্র 999 টাকাতেই পাওয়া যাবে ডিভাইসটি।

মাত্র 999 টাকার Noise Buds VS102 Neo ইয়ারবাড লঞ্চ, 40 ঘণ্টার ব্যাটারি-জীবন
1000 টাকার মধ্যে চমৎকার ইয়ারবাড।

Follow Us

দেশি কনজ়িউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Noise তার ওয়্যারলেস ইয়ারবাড রেঞ্জের সুবিস্তার ঘটাল। Noise Buds VS102 Neo নিয়ে এল সংস্থাটি, যাতে রয়েছে অনবদ্য কিছু ফিচার্স। ইয়ারবাডের থেকেও অনেকাংশে এটি একটি সমাধান, যা ব্যতিক্রমী সাউন্ড পারফরম্যান্সকে শৈলীর একটি সূক্ষ্ম স্পর্শের সঙ্গে একত্রিত করে। নতুন TWS Earbud একচার্জে 40 ঘণ্টার প্লেটাইম দিতে পারে। KSP 1, KSP 2 এর সঙ্গে ইক্যুইপ করা রয়েছে এই ইয়ারবাডটি।

মোট পাঁচটি প্রিমিয়াম কালার অপশনে পাওয়া যাবে Noise Buds VS102 Neo- কার্বন ব্ল্যাক, অলিভ গ্রিন, আইস ব্লু, পার্ল পিঙ্ক এবং সফ্ট লিল্যাক। লেটেস্ট Noise ইয়ারবাডের দামও খুব কম, মাত্র 999 টাকাতেই পাওয়া যাবে ডিভাইসটি। ফ্লিপকার্ট এবং নয়েজ়-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সস্তার দুরন্ত ইয়ারবাডের বিক্রিবাট্টা শুরু হবে 15 অগস্ট।

Noise Buds VS102 Neo ইয়ারবাডে দেওয়া হয়েছে ইনস্টাচার্জ প্রযুক্তি, যা 120 মিনিটের প্লেটাইম দিতে পারে মাত্র 10 মিনিটের চার্জে। ইয়ারবাডের সাহায্যে ব্যবহারকারীরা কোনও বাধা ছাড়াই তাঁদের অডিও অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম। Noise Buds VS102 Neo ইয়ারবাডটি নিমজ্জমান সাউন্ড কোয়ালিটি দিতে পারে তার Quad Mic ENC এবং একটি 11mm ড্রাইভারের সাহায্যে।

Noise এর এই লেটেস্ট ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে হাইপারসিঙ্ক টেকনোলজি, যা Bluetooth v 5.3 এর সঙ্গে তাৎক্ষণিক ভাবে হ্যাসেল-ফ্রি পেয়ারিংয়ে সাহায্য করে। IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্স রেটিং প্রাপ্ত ইয়ারবাডটি ওয়ার্কআউট এবং আউটডোর অ্যাক্টিভিটির জন্য দুর্দান্ত।

Noise Buds VS102 Neo ইয়ারবাডে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট। ইনস্টাচার্জ ফিচার দেওয়া হয়েছে বাইকটিতে, যা মাত্র 10 মিনিটের চার্জিংয়ে 120 মিনিটের প্লেটাইম ডেলিভারি করতে পারে। 40 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে ইয়ারবাডটি। কম্প্যাক্ট ডিজ়াইন, কোয়াড মিক ENC এবং Noise HyperSync এর মতো একাধিক জরুরি ফিচার্স রয়েছে এই ইয়ারবাডে।

Next Article