Noise ColorFit Icon 2: 2,499 টাকায় 1.8 ইঞ্চি ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, চোখধাঁধানো লুক!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 17, 2022 | 6:49 PM

Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচে রয়েছে একটি হার্ট-রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং নিঃশ্বাস নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম। মোট 60টি স্পোর্টস মোড রয়েছে এতে।

Noise ColorFit Icon 2: 2,499 টাকায় 1.8 ইঞ্চি ডিসপ্লের নতুন স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, চোখধাঁধানো লুক!
Noise ColorFit Icon 2: একবার ট্যাপ করলেই ফোন কল রিসিভ করতে পারবেন!

Follow Us

Noise ভারতে একের পর এক নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে। দেশি এই ব্র্যান্ডটি আরও একটি চমৎকার স্মার্টওয়াচ লঞ্চ করেছে, যার নাম Noise ColorFit Icon 2। নয়েজ়ের এই লেটেস্ট স্মার্টওয়াচটিতে একাধিক ফিটনেস-সম্পর্কিত এবং সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে। দাম ও সেই সব বৈশিষ্ট্যগুলিই একবার দেখে নেওয়া যাক।

Noise ColorFit Icon 2: স্পেসিফিকেশন ও ফিচার

স্কোয়্যার ডায়ালের এই স্মার্টওয়াচের ঠিক ডান দিকে রয়েছে সার্কুলার বাটন। একটি 1.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছে কার্ভড এজেস। এই ডিসপ্লের রেজ়োলিউশন 240×280 পিক্সেল এবং ব্রাইটনেস 500 নিটস। কাস্টমাইজ়েবল ওয়াচ ফেস অফার করছে এই স্মার্টওয়াচ। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP67 সার্টিফায়েডও।

Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচে রয়েছে একটি হার্ট-রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং নিঃশ্বাস নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম। মোট 60টি স্পোর্টস মোড রয়েছে এতে। পাশাপাশি এই ওয়্যারেবল ডিভাইসটিতে ব্লুটুথ কলিং-সহ কুইক ডায়াল প্যাড, কল হিস্ট্রি এবং ফেভারিট কন্ট্যাক্টসের মতো কিছু আকর্ষণীয় ফিচারও রয়েছে।

এই নয়েজ় স্মার্টওয়াচের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা ও মিউজ়িক কন্ট্রোল, নোটিফিকেশন ডিসপ্লে এবং বিল্ট-ইন গেমস। একটি 260mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জে 4 দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে এই স্মার্টওয়াচ।

Noise ColorFit Icon 2: দাম ও উপলব্ধতা

ভারতে নয়েজ়ের এই লেটেস্ট স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,499 টাকা দামে। জেট ব্ল্যাক, সিলভার গ্রে, ডিপ ওয়াইন এবং রোজ় পিঙ্ক এই তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ঘড়িটি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে ঘড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Next Article