Noise ColorFit Caliber Go: কলেজ পড়ুয়াদের জন্য মাত্র 1999 টাকার স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, বড় ডিসপ্লে, একচার্জে 10 দিনের ব্যাটারি
Price And Specifications: কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে একটি চমৎকার স্মার্টওয়াচ নিয়ে হাজির হল নয়েজ়। সেই Noise ColorFit Caliber Go Smartwatch-এর দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।
Noise Latest Smartwatch: ফের একটি সস্তার স্মার্টওয়াচ নিয়ে হাজির হল নয়েজ়। নতুন স্মার্টওয়াচের নাম নয়েজ় কালারফিট ক্যালিবার গো। কম দামি স্মার্টওয়াচটির সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার দীর্ঘ ব্যাটারি জীবন। নয়েজ় কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচে আপনি একবার চার্জ দিলে তা 10 দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে। নতুন স্মার্টওয়াচটির মধ্যে দিয়ে একই প্রাইস পয়েন্টের শাওমি, রিয়েলমি, বোট-সহ আরও একাধিক ব্র্যান্ডের স্মার্টওয়াচের সঙ্গে টক্কর দিতে চলেছে নয়েজ়।
দাম ও প্রাপ্যতা
নয়েজ় কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচটি ভারতে মোট চারটি রঙের মডেলে নিয়ে আসা হয়েছে। সেগুলি হল জেট ব্ল্যাক, রোজ় পিঙ্ক, অলিভ গ্রিন, মিডনাইট ব্লু এবং মিস্ট গ্রে। প্রায় 50টিরও বেশি স্পোর্টস মোড এবং 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস সাপোর্ট করে ঘড়িটি। ইতিমধ্যেই নয়েজ়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে কেনা যাবে স্মার্ট হাতঘড়িটি। দাম মাত্র 1,999 টাকা।
স্পেসিফিকেশন, ফিচার
স্পেসিফিকেশনের দিক থেকে নয়েজ় কালারফিট ক্যালিবার গো স্মার্টওয়াচে রয়েছে 1.69 ইঞ্চির TFT ডিসপ্লে এবং বিল্ট-ইন নয়েজ় হেল্থ স্যুট। সস্তার প্রাইস ট্যাগ সত্ত্বেও কিছু দামি স্মার্টওয়াচের ফিচারও সাপোর্ট করে ঘড়িটি। হার্ট রেট, অ্যাক্টিভিটি লেভেল, ঘুমের ধরন, স্ট্রেস লেভেল-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে মাপতে পারে ঘড়িটি। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিরও ট্র্যাক রাখতে পারে ঘড়িটি।
জল পান থেকে শুরু করে হাতে ময়লা রয়েছে কি না, এমনকি অ্যালার্মও সেট করে দিতে পারে নয়েজ়ের এই লেটেস্ট স্মার্টওয়াচ। পাশাপাশি কল রিজেক্ট থেকে শুরু করে মিউট, রিমোটলি মিউজ়িক কন্ট্রোল, ফাইন্ড ইওর ফোন অপশন ইত্যাদি বিষয়গুলিও ব্যবহার করতে দেয় ইউজারদের।
নতুন স্মার্টওয়াচ নিয়ে কী বলছে সংস্থা
নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করে নয়েজ়ের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর অমিত খাতরি বলছেন, “কালারফিট ক্যালিবার গো ডিজ়াইন করা হয়েছে মূলত তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে। ফিটনেস ও স্টাইলকে পকেটবান্ধব বাজেটের সঙ্গে আমরা মিশিয়ে দিতে চেয়েছি। এর দীর্ঘ ব্যাটারি জীবনে খুব উপকৃত হবে তরুণ প্রজন্ম।”