Nothing New Earbuds: দীর্ঘ অপেক্ষার পর নাথিং তার দ্বিতীয় TWS Earbud লঞ্চ করল, যার নাম Nothing Ear (Stick)। কয়েক দিন আগেই সংস্থা তার প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। আর তারপর এল এই নতুন ইয়ারবাডটি। এমনই এক নজরকাড়া লুক ও ডিজ়াইনে এই ইয়ারবাড ও তার কেসটি নিয়ে আসা হয়েছে, যা ভারত কেন সারা বিশ্বই প্রথমবার দেখতে চলেছে। Nothing Ear (Stick)-এর ব্যাটারি লাইফ দুর্ধর্ষ, যা লাগাতার 29 ঘণ্টা পর্যন্ত প্লেটাইম দিতে পারে। পাশাপাশি এতে রয়েছে 12.6 মিমি ড্রাইভার, যা খুব ভাল মানের সাউন্ড কোয়ালিটির প্রতিশ্রুতি দেয়।
Nothing Ear (Stick): দাম ও উপলব্ধতা
Nothing Ear (Stick) ভারতে লঞ্চ করা হয়েছে 8,499 টাকা দামে। 4 নভেম্বর থেকে এই ইয়ারবাড ক্রয় করতে পারবেন কাস্টমাররা। বিশ্বের প্রায় 40-এরও বেশি দেশে এই TWS Earbud ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ভারতে এই ইয়ার স্টিকটি 17 নভেম্বর থেকে Flipkart ও Myntra-য় ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Nothing Ear (Stick): স্পেসিফিকেশন, ফিচার
লেটেস্ট নাথিং ইয়ারবাডে রয়েছে 12.6mm ড্রাইভার, যা রিচ ডেপথ, ক্লিয়ার হাই এবং বোল্ড ডিটেলস ডেলিভার করতে পারে। সংস্থাটি দাবি করছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এই ইয়ারবাডের সাউন্ড কোয়ালিটি সামঞ্জস্যপূর্ণ থাকবে।
ইয়ারবাডের প্রতিটি বাডের ওজন মাত্র 4.4 গ্রাম, যা কোম্পানির ভাষায় ডিভাইসটিকে পালকের মতো হাল্কা করে তোলে। তবে এটিতে আগের মডেলের মতো সিলিকন টিপস নেই, যার অর্থ ব্যাকগ্রাউন্ডের শব্দ সম্পূর্ণরূপে ব্লক করা যাবে না।
ইয়ারবাডগুলি নথিং এক্স অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এগুলি অনায়াসে নাথিং ফোন (1)-এর যুক্ত করা যায়। ডিভাইসগুলি জোড়া দিতে আপনাকে কেবল একটি বোতাম টিপতে হবে।
ইয়ারবাডগুলিতে সক্রিয় নয়েজ ক্যান্সেলেশনের অভাব রয়েছে। তবে এটি ব্যাস লক প্রযুক্তির সঙ্গে আসে, যা ব্যবহারকারীর কানের আকার এবং ইয়ারবাডগুলির ফিট পরিমাপ করে ও পরিধানের সময় কতটা বেস হারিয়েছে তা সনাক্ত করে।