প্রতিদিন ঝেড়ে মুছে ঘর চকচকে রাখেন। কিন্তু ঘরে রাখা ইলেকট্রনিক জিনিসপত্রগুলি প্রায়শই পরিষ্কার করতে ভুলে যান। অথবা খারাপ হয়ে যাওয়ার ভয়ে পরিষ্কার করেন না অনেকেই। তবে ফ্রিজ পরিষ্কার করা খুবই জরুরী এবং একটু কঠিন কাজও বটে। কিন্তু ফ্রিজ নোংরা হলে অনেক রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে।
ফ্রিজ যদি সময়ে সময়ে পরিষ্কার না করা হয়, তাহলে খাবারে সব ধরনের ব্যাকটেরিয়া বাড়তে শুরু করবে। এমন পরিস্থিতিতে সঠিক সময়ে ফ্রিজ পরিষ্কার রাখা খুবই জরুরি। তবে চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ পরিষ্কার করার সবচেয়ে ভাল এবং সহজ উপায়গুলি সম্পর্কে।
মেইন সুইচ বন্ধ করুন: ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজের মেইন সুইচ বন্ধ করে দিন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতে পরিষ্কার করার সময় ফ্রিজে কারেন্টের সংযোগ থাকবে না। ফলে আপনি ভালভাবে পরিষ্কার করতে পারবেন।
ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করুন: ফ্রিজ পরিষ্কার করতে যেকোনও ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন। জলে ডিটারজেন্ট পাউডার গুলিয়ে তাতে একটি কাপড় ভিজিয়ে নিন। তারপর সেই কাপড়টি দিয়ে ফ্রিজের প্রতিটি কোণা ভালভাবে পরিষ্কার করুন। ফ্রিজের দাগগুলি সহজে পরিষ্কার হয় না। এক্ষেত্রে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
ফ্রিজের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়: অনেক সময় ফ্রিজে খাবার রাখতে রাখতে কিছুদিন পরে ফ্রিজে দুর্গন্ধ হয়। আর সেই গন্ধ খাবারেও ছড়িয়ে পরে। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবে তা হল- একটি পাত্রে বেকিং সোডা বা লেবুর রস মিশিয়ে নিন। তারপর একটি কাপড় তাতে ভিজিয়ে রেখে সেটি দিয়ে ফ্রিজের ভিতরের দেয়াল মুছে দিন।
ফ্রিজে আসা পোকা কীভাবে দূর করবেন: ফ্রিজ পরিষ্কার করতে হালকা গরম জল ব্যবহার করুন। একটি পাত্রে গরম জল নিয়ে তাতে লবণ দিন এবং কাপড়ের সাহায্যে ফ্রিজটির ভেতর ভালভাবে পরিষ্কার করুন। এতে ফ্রিজে আসা ছোট পোকাগুলি দূর হবে।
ভিনেগার দিয়ে ফ্রিজের রাবারটি পরিষ্কার করুন: দীর্ঘদিন ব্যবহারের পরে, ফ্রিজের দরজার রাবারটি আঠালো হয়ে যায় এবং পরিষ্কারের জন্য ভিনেগার ব্যবহার করতে পারেন। এ জন্য ভিনেগার ও জল মিশিয়ে কাপড় বা ব্রাশের সাহায্যে রাবার পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন রেফ্রিজারেটরের রাবার নতুনে মতো চকচকে হয়ে গিয়েছে।