Instagram Reels ভিডিয়োর সময়সীমা বাড়ল, 60 সেকেন্ডের পরিবর্তে এবার 90 সেকেন্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 04, 2022 | 1:48 PM

Instagram Reels Timeframe: ইনস্টাগ্রামে এবার রিলস ভিডিয়োর সময়সীমা বাড়ছে। 60 সেকেন্ড থেকে এক ধাক্কায় 90 সেকেন্ড করা হচ্ছে। শুধু তাই নয়। ইনস্টা ব্যবহারকারীরা এবার নিজেদের অডিও অ্যাড করতে পারবেন।

Instagram Reels ভিডিয়োর সময়সীমা বাড়ল, 60 সেকেন্ডের পরিবর্তে এবার 90 সেকেন্ড
প্রতীকী ছবি।

Follow Us

ইনস্টাগ্রাম (Instagram) তার শর্ট ভিডিয়ো মেকিং প্ল্যাটফর্ম রিলস (Reels) জন্য নতুন ফিচার নিয়ে আসছে। চলতি সপ্তাহ থেকেই তা ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর আগে ইনস্টা ইউজাররা 60 সেকেন্ডের টাইমফ্রেমে রিলস ভিডিয়ো তৈরি করতে পারবেন। সেই টাইমফ্রেমই এবার বাড়তে চলেছে। এবার 90 সেকেন্ডের ইনস্টা রিলস তৈরি করা যাবে। শুধু তাই নয়। অন্যদের সঙ্গে শেয়ার করার আগে রিলস এবার তার ব্যবহারকারীদের নিজস্ব ভিডিয়োও যোগ করতে দেবে। প্রসঙ্গত, শর্ট ভিডিয়ো মেকিং প্ল্যাটফর্ম টিকটক ভারতে ব্যান করা হয়েছে। আর সেই শূন্যস্থান পূরণে সম্পূর্ণ ভাবে সফল হয়েছে ইনস্টাগ্রাম, তার রিলসের মাধ্যমে। ভারতে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে ইনস্টাগ্রাম রিলস।

তবে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ডে রিলস ভিডিয়ো ক্লিপ এক্সটেন্ড করার এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ইনস্টাগ্রাম একটা বিষয় পরিষ্কার করে দিতে চলেছে যে, সামনের দিনে ভিজ়ুয়ালস ও স্টোরি শেয়ারিংকে আরও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউজাররাও যাতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ভিজ়ুয়ালস ও স্টোরি শেয়ার করতে পারেন। একটি ব্লগপোস্টে মেটা-র এই প্ল্যাটফর্মের তরফে বলা হচ্ছে, “নিজের সম্পর্কে আরও অনেক কিছু শেয়ার করার জন্য, পর্দার পিছনের অতিরিক্ত ক্লিপগুলি ফিল্ম করার জন্য, আপনার বিষয়বস্তুর সূক্ষ্মতাগুলিকে আরও গভীর ভাবে তুলে ধরার জন্য এবং আপনি অন্য যা কিছু করতে চান তার জন্য আরও সময় পাবেন।”

শর্ট ভিডিয়ো মানুষের মনে ছাপ ফেলছে তার স্বল্প দৈর্ঘ্যের জন্যই। কিন্তু 60 সেকেন্ডটা যেন খুবই অল্প। তাই রিলস ভিডিয়োর ডিউরেশন 90 সেকেন্ড করার প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই ইউজারদের মধ্যে অনুভূত হয়েছিল। তবে এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। একজন রিলস ভিডিয়ো ক্রিয়েটর পোল ক্রিয়েট করার মাধ্যমে তাঁর দর্শকদের কাছে জিজ্ঞেস করতে পারবেন, কোন ভিডিয়ো তাঁরা দেখতে চান।

এর মধ্যে দিয়ে আরও একটাবিষয় পরিষ্কার হয়ে গেল যে, ধীরে ধীরে রিলস ভিডিয়োর মাধ্যমে টিকটকের জায়গা দখল করতে চাইছে ইনস্টাগ্রাম। এমনকী টেমপ্লেটের একটি কাস্টমাইজড সেটও আছে যা প্রিলোড করা অডিও এবং ক্লিপ হোল্ডারগুলির সঙ্গে ব্যবহার করা যেতে পারে। বাজারে টিকটকের সাফল্যের সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি ছিল তার উপযোগিতা। তারই দেখাদেখি এবার রিলস-ও এমনই বিষয়ে আরও বেশি করে জোর দিচ্ছে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতেই আরও একটি গুরুত্বপূর্ণ অ্যালার্ট ফিচার যোগ করেছে ইনস্টাগ্রাম। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ইনস্টা ব্যবহারকারীরা তাঁদের নিজেদের এলাকায় কোনও শিশু হারিয়ে গেলে নোটিস দেখতে এবং তা শেয়ারও করতে দেয়। ফিচারটির নাম অ্যাম্বার অ্যালার্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাম্বার অ্যালার্ট টুল ডেভেলপ করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (NCMEC), দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, মেক্সিকোর দ্য অ্যাটর্নি জেনারেলের অফিস এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ-সহ আরও অনেক সংস্থার সাহায্য নিয়ে।

Next Article