Mini AC: গরমটা ফের চরমে। সকাল 10টার সময়ই যেন মনে হচ্ছে যেন দুপুরের 2টোর পরিবেশ। বাইরে বেরোলে কথাই নেই। প্যাচপ্যাচে গরমে মুহূর্তে ঘেমে নেয়ে একসা। এখন এমন গরমে আপনি যেমন ঘরে AC চালিয়ে স্বস্তি বোধ করতে পারেন। কিন্তু বাইরে বেরোলে তো আর Air Conditioner নিয়ে চলাফেরা করতে পারবেন না। কী করবেন তাহলে? একটাই উপায় আছে। কিনতে পারেন একটা মিস্ট ওয়াটার স্প্রে ফ্যান। One94Store নামের একটি সংস্থার দুর্দান্ত রিচার্জেবল ব্যাটারি অপারেটেড Mini USB Fan রয়েছে। সেই মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারেন, তেমনই আবার ডেস্কেও রাখতে পারে। এই Portable Mini AC-র দাম কত, কোথায় কিনবেন, কী-কী ফিচার্স রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
One94Store Mini USB Fan: কত দাম, কোথায় কিনবেন
এই মিনি এসি বা মিনি ফ্যানটি আপনি কিনতে পারেন অ্যামাজ়নে। এমনিতে ই-কমার্স প্ল্যাটফর্মে ডিভাইসটির দাম 5,999 টাকা। তবে Amazon এই মিনি ফ্যানের উপরে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। কোম্পানির Summer Sale Deal-এ এই মিনি ফ্যানই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 999 টাকায়। এরপরেও আবার আপনার জন্য রয়েছে আকর্ষণীয় অফার। ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে যদি আপনি এই এসি ক্রয় করেন, তাহলে আবার আরও 10% অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
One94Store Mini USB Fan: ফিচার ও স্পেসিফিকেশন
এটি একটি রিচার্জেবল মিস্ট স্প্রে ডেস্ক ফ্যান, যাতে LED লাইটও রয়েছে। এর ভিতরে আপনি জল ও বরফের কিছু টুকরো ফেলে দিলেই এটি আপনাকে ব্যাপক ঠান্ডা হাওয়া দিতে পারে। বিল্ট ইন 1500mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে ফ্যানটিতে। রয়েছে একটি USB পোর্ট। টাইপ-সি কেবেল দিয়ে আপনি ডিভাইসটি চার্জ দিতে পারবেন। মাত্র 2 ঘণ্টার জন্যও যদি চার্জ দেন, তাহলে 6 ঘণ্টা পর্যন্ত চলতে পারে এই মিনি ফ্যানটি।
আপনি এই ডিভাইসটিকে কুলিং এবং লাইটিং দুটির কাজে একত্রেই ব্যবহার করতে পারেন। ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই এই কর্ডলেস ফ্যান ঠান্ডা করতে পারে। এটি ব্যবহার করাও খুব সহজ। টাচ সেন্সরের মাধ্যমে কাজ করে ডিভাইসটি। এয়ারফ্লো-র ভিত্তিতে আপনি তিনটি ভিন্ন রকমের স্পিড পেতে পারেন। কর্ডলেস ফ্যানটিকে আপনি যদি তিন বার টাচ করেন, তাহলে সেই তিনটি ভিন্ন স্পিড পাবেন। আবার ডাবল টাচ করলে এটি আপনার ঘর আলোকিত করবে।
এটি একটি ডেস্ক ফ্যানও বটে। অর্থাৎ আপনি চাইলে আপনার বাড়ি বা অফিসের ডেস্কে রেখে ব্যবহার করতে পারেন। আবার আপনার বিভিন্ন আউটডোর কাজকর্ম যেমন খেলতে যাওয়া বা মাছ ধরা বা বারবিকিউ এই সব সময়েও কাজে লাগাতে পারেন এই ফ্যানটি। সর্বোপরি কুলিং ডিভাইসটি দেখতে খুবই সুন্দর, আলোর সঙ্গেই আবার আপনাকে বরফ ও ঠান্ডা জলের সংমিশ্রণে কনকনে ঠান্ডা হাওয়া দিতে পারে।