OnePlus Buds Pro 2 লঞ্চ হল ভারতে, রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন, দাম 11,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 08, 2023 | 7:48 AM

OnePlus Buds Pro 2 Price, Specs: 11,999 টাকায় এই ইয়ারবাড ভারতে লঞ্চ করা হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে OnePlus Buds Pro 2 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি সেলে হাজির হবে। এই লেটেস্ট ইয়ারবাডটির ডিজ়াইন আগের মডেলগুলির তুলনায় খুব একটা পরিবর্তন করেনি ওয়ানপ্লাস।

OnePlus Buds Pro 2 লঞ্চ হল ভারতে, রয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন, দাম 11,999 টাকা
নতুন ইয়ারবাড নিয়ে এল ওয়ানপ্লাস।

Follow Us

Latest TWS Earbud: মঙ্গলবার Cloud 11 নামক একটি ইভেন্টে দেশে একাধিক প্রডাক্ট লঞ্চ করল OnePlus। 7 ফেব্রুয়ারি চিনা টেক জায়ান্টটি দেশে একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে, যার নাম OnePlus Buds Pro 2। এটিই কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ TWS ইয়ারবাড। বহু দিন পর সংস্থাটি কোনও ইয়ারবাড লঞ্চ করল। এই লেটেস্ট ইয়ারবাডটির ডিজ়াইন আগের মডেলগুলির তুলনায় খুব একটা পরিবর্তন করেনি ওয়ানপ্লাস। তবে একাধিক নতুন ফিচার্স দেওয়া হয়েছে এতে। Dynaudio-র সঙ্গে কোলাবরেশনে এই ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে। OnePlus-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই ইয়ারবাড সিনেমা হলের মতো সাউন্ড অভিজ্ঞতা দেবে এবং প্রিমিয়াম ডিজ়াইনে অডিও গুণমানকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

OnePlus Buds Pro 2: ফিচার ও স্পেসিফিকেশন

OnePlus Buds Pro 2 ইয়ারবাডে রয়েছে Google-এর অ্যান্ড্রয়েড 13 স্পেশিয়াল অডিও। Disney+ এবং ইউটিউব যাঁরা দেখবেন, বিশেষ করে তাঁরা অনবদ্য সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবেন। Buds Pro 2-তে রয়েছে ইকুয়ালাইজার EQ, যা টিউন করেছেন অস্কারজয়ী মিউজ়িক কম্পোজ়ার হ্যান্স জিমার। ওই সুরকার যে EQ টিউন করেছেন, তার নাম সাউন্ডস্কেপ।

এই ইয়ারবাডের ক্ষেত্রে MelodyBoost Dual ড্রাইভার তৈরি করার জন্য Dynaudio-র সঙ্গে জুটি বেঁধেছে OnePlus। ইয়ারবাডটির 11mm+6mm ডুয়াল ড্রাইভার প্রযুক্তি অত্যন্ত স্থিরতার সঙ্গে ডিপার, ফুলার এবং আরও টেক্সচার-ডায়নামিক বেসের জন্য লো ফ্রিকোয়েন্সি ডেলিভার করে।

Buds Pro 2 ইয়ারবাডে দেওয়া হয়েছে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন ফাংশন, যা পারিপার্শ্বিকের গোলমাল 48dB পর্যন্ত বাড়াতে পারে। OnePlus-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই ইয়ারবাডটি একটানা 39 ঘণ্টা পর্যন্ত মিউজ়িক প্লেব্যাক দিতে পারে, যদি তা চার্জিং কেসের মধ্যে রাখা হয়।

OnePlus Buds Pro 2: ভারতে দাম ও উপলব্ধতা

11,999 টাকায় এই ইয়ারবাড ভারতে লঞ্চ করা হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে OnePlus Buds Pro 2 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি সেলে হাজির হবে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার সমস্ত রিটেল চ্যানেলেও এই ইয়ারবাড পাওয়া যাবে। এদিকে আর একটি OnePlus Buds Pro 2R-ও রয়েছে, যার দাম 9,999 টাকা। এই ইয়ারবাডের প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে এই TWS ইয়ারবাড ক্রয় করলে 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন কাস্টমাররা।

Next Article