Promate ভারতে একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এল, যার নাম XWatch-B19। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লেটেস্ট স্মার্টওয়াচে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স এবং দুর্দান্ত ব্যাটারি, যা এক চার্জে 15 দিনের ব্যাকআপ দিতে পারে। বেশ বড় একটি 1.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে ঘড়িটিতে। এছাড়া ব্লুটুথ কলিং এবং বেশ কিছু হেল্থ ও ফিটনেস ফিচার্স পেয়েছে ঘড়িটি।
Promate XWatch-B19: দাম ও অন্যান্য তথ্য
Promate XWatch-B19 স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করা হয়েছে 3,999 টাকায়। মোট তিনটে রঙে পাওয়া যাবে ঘড়িটি- নীল, কালো এবং গ্রাফাইট। এক বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই নতুন Promate ঘড়ির সঙ্গে।
Promate XWatch-B19: ফিচার ও স্পেসিফিকেশন
রেক্ট্যাঙ্গুলার 1.9 ইঞ্চির TFT HD ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িটিতে, যার রেজ়োলিউশন 240X280 পিক্সেল। কানেক্টিভিটির জন্য এই ঘড়িতে রয়েছে ব্লুটুথ 5.0 টেকনোলজি। অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মেই চলবে ঘড়িটি। কব্জি থেকেই নোটিফিকেশন, কল এবং মেসেজ করতে পারবেন ব্যবহারকারীরা। সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্ট দুই প্ল্যাটফর্ম থেকেই ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করে এই ঘড়িটি।
হেল্থ ও ফিটনেস ট্র্যাকার হিসেবে এই ঘড়িটি 30টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে। ডায়নামিক হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং-সহ আরও একাধিক ফিচার্স রয়েছে এতে। অ্যাডভান্সড RTL8762DK+BK3266 চিপসেট দেওয়া হয়েছে, যা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে। এছাড়া রয়েছে HX3600 হার্ট রেট সেন্সর এবং SC7A20 পেডোমিটার, যা আপনার হার্ট রেট এবং প্রতিটা পদক্ষেপের নিখুঁত ট্র্যাকিং করতে পারে।
XWatch অ্যাপের সঙ্গে কানেক্ট করে ঘড়িটি বিস্তৃত ডেটা রেকর্ডিং এবং মনিটরিং করতে পারে। অ্যাপটি তার ব্যবহারকারীদের ফিটনেস গোল সেট করে রাখতে দেয় এবং তার প্রোগ্রেস ট্র্যাক ও শেয়ারও করতে দেয়। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই প্ল্যাটফর্ম থেকেই অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। 100টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে এবং ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IP67 রেটিং প্রাপ্ত।