pTron ভারতে একটি নতুন TWS Earbud নিয়ে হাজির হয়েছে। সংস্থার সেই লেটেস্ট ইয়ারবাডের নাম pTron Basspods P481। এই ইয়ারবাড ENC সাপোর্ট করছে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, একবার চার্জে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাড 60 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারে। ব্যাটারি সাপোর্টের দিক থেকে এই ইয়ারবাডের চার্জিং কেসে রয়েছে 400mAh ব্যাটারি এবং ইয়ারবাড দুটিতে 40mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
pTron Basspods P481: ভারতে দাম, উপলব্ধতা
pTron Basspods P481 TWS ইয়ারবাডটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 899 টাকায়। 11 ডিসেম্বর, 2022 থেকে ফ্লিপকার্টে এই ইয়ারবাড কিনতে পারবেন কাস্টমাররা। এর সঙ্গে এক বছরের ওয়ারান্টি অফার করা হবে।
pTron Basspods P481: স্পেসিফিকেশন, ফিচার
pTron Basspods P481 ইয়ারবাডে সোয়েট এবং ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IPX4 রেটিং দেওয়া হয়েছে। খুবই হাল্কা এই ইয়ারবাডের দুটি বাডসের ওজন 3.4 গ্রাম করে। এর চার্জিং কেসও খুব হাল্কা, ওজন মাত্র 29.4 গ্রাম। স্যাটিন ফিনিশ দেওয়া হয়েছে ইয়ারবাড দুটিতে।
pTron-এর লেটেস্ট ইয়ারবাড ইক্যুইপ করা রয়েছে টাচ কন্ট্রোলের সঙ্গে। যার মাধ্যমে আপনি খুব সহজেই কল রিজেক্ট, মিউজ়িক প্লে বা পজ় এবং গান পরিবর্তনও করতে পারবেন। 10mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে ইয়ারবাডটিতে, যা ডিম বাস্ (bass), পরিণত ভোকাল এবং এনহ্যান্সড ট্রেবেল আউটপুট দিতে পারবে। তবে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন, যা হাই রেজ়োলিউশন অডিও অফার করতে পারে ব্যবহারকারীদের। এছাড়া pTron-এর লেটেস্ট ডিভাইসটিতে কলিংয়ের জন্য HD ডুয়াল মিক সেটআপ রয়েছে।
ব্যাটারির দিক থেকে এই ইয়ারবাডের চার্জিং কেসে রয়েছে 400mAh ব্যাটারি। অন্য দিকে এর উভয় বাডেই রয়েছে 40mAh করে ব্যাটারি। একবার চার্জে এই TWS ইয়ারবাডটি 60 ঘণ্টার প্লে ব্যাক দিতে পারে। অন্য দিকে ইয়ারবাডটি একবার সম্পূর্ণভাবে চার্জ হতে সময় নেয় 1.5 ঘণ্টা। চার্জিংয়ের জন্য এই অডিও ডিভাইসে রয়েছে USB-C পোর্ট।
নতুন pTron ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে Bluetooth ভার্সন 5.3, যার রেঞ্জ 10m। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ডিভাইসটির ল্যাটেন্সি 50ms।