জার্মান স্পোর্টস ব্র্যান্ড পুমা (Puma) একটি মোবাইল শপিং অ্যাপ (Mobile Shopping App) লঞ্চ করল। ক্রেতাদের কাছে দ্রুত বিভিন্ন প্রডাক্ট পৌঁছে দেওয়া এবং ডিজিটালি আরও অফারের ডালি সাজিয়ে ক্রেতাদের সামনে তুলে ধরতেই এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে পুমা-র তরফ থেকে বলা হয়েছে, “ভারতই প্রথম দেশ যারা পুমা অ্যাপ লাইভ করে দিল। এই অ্যাপটি ডেভেলপ করেছে জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্টটি।” প্রসঙ্গত, পুমা ভারতের প্রথম সারির স্পোর্টস ব্র্যান্ড, এ দেশে সম্প্রতি তারা তাদের বিনিয়োগের রিনিউ করেছে।
ওই বিবৃতিতে পুমা-র তরফ থেকে বলা হয়েছে, “গত বছর ডিসেম্বর 2021-এ যে আর্থিক বর্ষ শেষ হয়েছে তাতে সেখানে 2,044 কোটি টাকা লাভের রেকর্ড করেছে পুমা, গত আর্থিক বর্ষের তুলনায় যা প্রায় 68.2 শতাংশ লাফ। পাশাপাশি ব্র্যান্ডটি গত বছর 51টি স্টোর খুলেছে এবং দেশে তাদের এখনও পর্যন্ত 450টি স্টোর দিয়েছে।” পুমা সিইও বিজর্ন গুল্ডেন জানিয়েছেন, ভারত তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট। দেশের এক নম্বর স্পোর্টস ব্র্যান্ড হয়ে উঠতে তাঁর সংস্থার কর্মীরাও অসাধারণ কাজ করেছেন বলে যোগ করেছেন তিনি।
তাঁর আরও দাবি, “ভারত হল একটি ডিজিটাল-স্যাভি দেশ, যেখানে ই-কমার্সের জন্য বিরাট বড় সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই আমরা ভেবেছি যে, এমন দেশেই অ্যাপটি সর্বপ্রথম লঞ্চ করা। তারপর এটি আন্তর্জাতিক স্তরে লঞ্চ করা হবে।” এদিকে দক্ষিণপূর্ব এশিয়ায় পুমা-র ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় বলছেন, এই অ্যাপ লঞ্চের মাধ্যমে পুমা তার গ্রাহকদের অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রডাক্ট ডেলিভারি করতে পারবে।
পুমা শপিং অ্যাপ যে ক্রেতাদের শুধুই নিজেদের পছন্দের স্নিকার্স, অ্যাথলেটিক্স সামগ্রী বা অ্যাক্সেসারিজ় ক্রয় করতে পারবেন এমনটা নয়। সেই সঙ্গেই আবার একাধিক আকর্ষণীয় ফিচার্স যেমন, ভার্চুয়াল ট্রাই-অন এবং থ্রিডি অ্যানিমেশনও ইক্যুইপ করা থাকবে এই অ্যাপে।
এই লঞ্চিং ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্রিকেটার এবং পুমা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই তিনি এই ঘোষণা করেন।