Mini AC: কারেন্ট না থাকলেও 4-5 ঘণ্টা ধরে ঘর ঠান্ডা করবে এই AC, বিকোচ্ছে জলের দরে..

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 28, 2023 | 3:32 PM

Portable Mini AC: যাদের ইনভার্টার নেই তাদের গরমেই থাকতে হয়। কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যার ফলে বিদ্যুৎ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ঘর ঠান্ডা থাকবে।

Mini AC: কারেন্ট না থাকলেও 4-5 ঘণ্টা ধরে ঘর ঠান্ডা করবে এই AC, বিকোচ্ছে জলের দরে..

Follow Us

Rechargeable Mini AC: গরম দিন দিন বেড়েই চলেছে। অনেক রাজ্যে তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়েছে। বৃষ্টি হলেও স্বস্থি নেই। আবার এদিকে কুলারের তুলনায় এসি অনেক বেশি দামী। এমন অবস্থায় অনেক মানুষই তা কিনতে পারছেন না। বিদ্যুতের বিলের দিকেও নজর রাখতে হয়। এই সব কিছু মিলিয়ে একটা করে দিন পার হচ্ছে এই চরম গরমের মধ্য়েই। তারপরে আবার অনেক জায়গাতেই পাওয়ার কাটের সমস্যা দেখা দেয়। যাদের ইনভার্টার নেই তাদের গরমেই থাকতে হয়। কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যার ফলে বিদ্যুৎ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ঘর ঠান্ডা থাকবে। আপনি অনেক কম দামে একটি পোর্টেবল এসি কিনতে পারবেন। কিন্তু তার জন্য কোনও বিদ্যুত লাগবে না। ফলে আপনি বিরাট একটি বিদ্যুতের বিল থেকে রেহাই পাবেন। এর দামও খুব বেশি নয়। চলুন জেনে নেওয়া যাক এই পোর্টেবল এসি সম্পর্কে।

Lao Tzi Portable Air Conditioner:

আপনি এই পোর্টেবল ডিজাইনের এসিটি কিনতে পারেন। এটি যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। একটি ঘর থেকে আর একটি ঘরে নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এটি 7টি ভিন্ন রং-এ পাবেন। এমনকি এটিকে ঘুমানোর সময় নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারেন।

এই মিনি এসিতে কী-কী ফিচার রয়েছে?

LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে তিনটি মোড পাওয়া যায়। আপনি আপনার মতে ফ্যানের গতি সামঞ্জস্য করতে পারেন। গরমে এটি ঘরকে একদম ঠান্ডা রাখে। এর উপরে একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে, যাতে সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। এটিতে একটি 300ML জলের ট্যাঙ্ক রয়েছে, যা আপনাকে 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা হাওয়া দেবে।

এর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না:

LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে একটি 4000mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। এটি সম্পূর্ণ চার্জে 4 থেকে 5 ঘন্টা চালাতে পারবেন। অর্থাৎ আপনি এটিকে একবার চার্জ করবেন, তারপরে যদি পাওয়ার কাটও হয়ে যায়, তাতে চিন্তার কোনও বিষয় নেই। এটিকে চালিয়ে দিন। এটি Amazon থেকে 11,502 টাকায় কিনতে পারবেন। আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি 1,750 টাকা ছাড় পাবেন। এরপর পোর্টেবল এসির দাম পড়বে 9,752 টাকা।

Next Article