Redmi Earbuds 3 Lite লঞ্চ হল ভারতে, 1,999 টাকায় তাক লাগানো ফিচার, এক চার্জে 18 ঘণ্টার ব্যাকআপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 20, 2022 | 7:51 PM

TWS ইয়ারবাডস নিয়ে এল Redmi। সেই Redmi Earbuds 3 Lite ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 1,999 টাকায়। তবে আর্লি বার্ড অফারে এই ইয়ারবাডই আপনি পেয়ে যেতে পারেন মাত্র 1,499 টাকায়।

Redmi Earbuds 3 Lite লঞ্চ হল ভারতে, 1,999 টাকায় তাক লাগানো ফিচার, এক চার্জে 18 ঘণ্টার ব্যাকআপ
রেডমির সেই লেটেস্ট TWS ইয়ারবাডস।

Follow Us

20 জুলাই ভারতে Redmi K50i 5G ফোনটি লঞ্চ হয়েছে। বহু দিন পর ভারতে রেডমি ব্র্যান্ডিংয়ে স্মার্টফোন নিয়ে এল শাওমি। স্বাভাবিক ভাবেই রেডমি-ভক্তদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। তবে শুধু এই ফোনটিই নয়। সেই সঙ্গে একটি TWS ইয়ারবাডসও লঞ্চ করেছে রেডমি, যার নাম Redmi Earbuds 3 Lite। এটিই রেডমির লেটেস্ট বাজেট TWS ইয়ারবাডস।

এই ইয়ারবাডসে নতুন স্টেম-লেস ডিজ়াইন রয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, যখন এই ইয়ারবাডসটি ব্যবহার করবেন, তখন কান থেকে খুলে পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। ইয়ারবাডটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে Bluetooth 5.2। সংস্থাটি দাবি করছে, একবার চার্জ দিলেই এই Redmi Earbuds 3 Lite টানা 18 ঘণ্টার প্লেব্যাক টাইম দিতে পারবে।

এই TWS ইয়ারবাডসের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে মিউজ়িক প্লেব্যাক কন্ট্রোলের জন্য ট্যাপ জেসচার। পাশাপাশি এই Redmi Earbuds 3 Lite ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। মাত্র 10 মিনিটের চার্জেই 100 মিনিটের প্লেটাইম দিতে পারবে অডিও ওয়্যারেবল ডিভাইসটি।

Redmi Earbuds 3 Lite দাম ও উপলব্ধতা

Redmi Earbuds 3 Lite ভারতে লঞ্চ করা হয়েছে 1,999 টাকা দামে। তবে আর্লি বার্ড অফার হিসেবে মাত্র 1,499 টাকাতেই ওয়্যারেবলটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। তবে তার জন্য বিশেষ শর্ত রয়েছে। ওপেন সেল শুরু হওয়ার 48 ঘণ্টার মধ্যেই আপনি যদি TWS ইয়ারবাডসটি ক্রয় করতে পারেন, তবেই এই 500 টাকা ছাড় পাবেন। 31 জুলাই থেকে ওপেন সেল শুরু হবে Redmi Earbuds 3 Lite-এর।

এদিকে যে রেডমি তার যে ফোনটি ভারতে লঞ্চ করেছে এদিন, সেটি মিড-রেঞ্জ সেগমেন্টেই রাখা হয়েছে। সেই Redmi K50i 5G ফোনের 6GB/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা। অন্য দিকে ফোনটির 8GB/256GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। এই ফোনের সঙ্গেও থাকছে আর্লি-বার্ড অফার। ICICI Bank-এর কার্ড ব্যবহারকারীরা সেই আর্লি-বার্ড অফারে ফোনটিতে 3,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করে নিজেকে একটি Redmi K50i 5G ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 2,500 টাকা ছাড়। 23 জুলাই থেকে এই ফোনের সেল শুরু হবে অ্যামাজ়ন এবং এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

Next Article