Apple AirTag-এর ঘুম কাড়তে এল Galaxy SmartTag 2! খুঁজে দেবে হারানো জিনিস, এক চার্জে 700 দিনের ব্যাটারি ব্যাকআপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 08, 2023 | 2:29 PM

Galaxy SmartTag 2 মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 29.99 মার্কিন ডলার বা প্রায় 2,500 টাকায় লঞ্চ করা হয়েছে। 10 অক্টোবর থেকে সে দেশে এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হয়ে যাবে। যদিও ভারতে এই স্মার্টট্যাগের দাম কত হবে এবং কবে থেকেই তা কিনতে পারবেন ভারতীয়রা, সে বিষয়ে এখনও পর্যন্ত Samsung-এর তরফ থেকে কিছুই জানানো হয়নি।

Apple AirTag-এর ঘুম কাড়তে এল Galaxy SmartTag 2! খুঁজে দেবে হারানো জিনিস, এক চার্জে 700 দিনের ব্যাটারি ব্যাকআপ
এসে গেল গ্যালাক্সি স্মার্টট্য়াগ।

Follow Us

Samsung তার পরবর্তী প্রজন্মের SmartTag লঞ্চ করল। 2021 সালের জানুয়ারি মাসে সংস্থাটি তার প্রথম স্মার্টট্যাগ নিয়ে এসেছিল। গ্যালাক্সি আনপ্যাকড্ ইভেন্টে সেই প্রথম Samsung Galaxy স্মার্টট্যাগের পর্দা উন্মোচিত হয়েছিল। নতুন স্মার্টট্যাগের নাম Samsung Galaxy SmartTag 2 । এই অ্যান্ড্রয়েড স্মার্টট্যাগ অর্থাৎ Galaxy SmartTag 2 সরাসরি টক্কর দিতে চলেছে Apple AirTag এর সঙ্গে।

একাধিক জরুরি ফিচার্স রয়েছে এই লেটেস্ট স্মার্টট্যাগে। ব্লুটুথ লো এনার্জি এবং UWB ব্যবহার করছে স্মার্টট্যাগটি। Samsung Galaxy স্মার্টফোনের ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার জন্য স্মার্টট্যাগটি AR Find ব্যবহার করে। 120 মিটারের ব্লুটুথ রেঞ্জের ডিভাইসটি স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোলও করতে পারে। দুর্ধর্ষ ব্যাটারি রয়েছে স্মার্টট্যাগটিতে, যা 700 দিনের ব্যাকআপ দিতে পারে।

Galaxy SmartTag 2 মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 29.99 মার্কিন ডলার বা প্রায় 2,500 টাকায় লঞ্চ করা হয়েছে। 10 অক্টোবর থেকে সে দেশে এই ডিভাইসের বিক্রিবাট্টা শুরু হয়ে যাবে। যদিও ভারতে এই স্মার্টট্যাগের দাম কত হবে এবং কবে থেকেই তা কিনতে পারবেন ভারতীয়রা, সে বিষয়ে এখনও পর্যন্ত Samsung-এর তরফ থেকে কিছুই জানানো হয়নি।

Samsung Galaxy SmartTag2-এর ডিজ়াইন অনেকটাই আংটির মতো। আগের মডেলটিতে যেমন রেক্ট্যাঙ্গুলার সফট্ এজ কর্নার ছিল, নতুন স্মার্টট্যাগে তেমনটা নেই। ওয়াটার ও সান রেজ়িস্ট্যান্স রেটিং প্রাপ্ত স্মার্টট্যাগের ব্লুটুথ রেঞ্জ 120 মিটার। Samsung-এর এই লেটেস্ট স্মার্টট্যাগে রয়েছে লস্ট মোড। টেক্সট মেসেজের সাপোর্ট রয়েছে ডিভাইসটিতে। NFC এবং ওয়েব ব্রাউজ়ারের সাপোর্ট থাকার ফলে আপনার যে কোনও ডিভাইস হারিয়ে গেলে তা সহজে খুঁজে দিতে পারে Galaxy SmartTag2।

অতিরিক্ত আপডেটের মধ্যে এই ডিভাইসে এখন SmartThings Find অ্যাপের সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যাপ শর্টকাট থেকে শুরু করে ফুল স্ক্রিন ম্যাপ ভিউর মতো একাধিক ফিচার্স এই অ্যাপের সাহায্যে ব্যবহার করা যাবে।

Next Article