Samsung Galaxy Watch 6 সিরিজের দাম ফাঁস হয়ে গেল ভারতে, প্রি-বুকিং করতে হুড়োহুড়ি ক্রেতাদের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 28, 2023 | 4:33 PM

Samsung Galaxy Watch 6 Classic: Samsung Galaxy Watch 6 তিনটি রঙে বাজারে এসেছে- গোল্ড, গ্রাফাইট এবং সিলভার। গ্যালাক্সি ওয়াচ 6 ক্লাসিক স্মার্টওয়াচটি ব্ল্যাক এবং সিলভার রঙে পেয়ে যাবেন। এর প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Samsung Galaxy Watch 6 সিরিজের দাম ফাঁস হয়ে গেল ভারতে, প্রি-বুকিং করতে হুড়োহুড়ি ক্রেতাদের

Follow Us

Samsung Galaxy Watch 6: Samsung তার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে মোবাইল থেকে শুরু করে গ্যাজেট, সব কিছুই এনেছে। এই ইভেন্টে Samsung Galaxy Watch 6 সিরিজও চালু করেছে। সিরিজের অধীনে, দু’টি মডেল- Samsung Galaxy Watch 6 এবং Samsung Galaxy Watch 6 Classic রয়েছে। কোম্পানি এখন ভারতেও তাদের দাম ঘোষণা করেছে। গ্রাহকরা এটি প্রি-বুকও করতে পারবেন। এই স্মার্টওয়াচটির দাম 19,999 টাকা। স্যামসাংয়ের নতুন স্মার্ট ওয়াচ সিরিজটি ব্যবহারকারীদের ফিটনেসের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে আপনি বিভিন্ন হেলথ ফিচার পেয়ে যাবেন। এতে ব্লাড প্রেসার এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মনিটরও পাওয়া যাচ্ছে, যা হার্ট বিট চেক করতে পারে। আগের সিরিজের তুলনায় এই ঘড়িটির ডিসপ্লে 20 শতাংশ বড় দেওয়া হয়েছে। Galaxy Watch 6 44mm এবং 40mm দু’টি অপশনে পেয়ে যাবেন। আর 43mm এবং 47mm এর দু’টি ভেরিয়েন্ট ওয়াচ 6 ক্লাসিকে পাওয়া যাচ্ছে।

আপনি কী-কী রঙে Galaxy Watch 6 কিনতে পারবেন?

Samsung Galaxy Watch 6 তিনটি রঙে বাজারে এসেছে- গোল্ড, গ্রাফাইট এবং সিলভার। গ্যালাক্সি ওয়াচ 6 ক্লাসিক স্মার্টওয়াচটি ব্ল্যাক এবং সিলভার রঙে পেয়ে যাবেন। এর প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে এই নতুন সিরিজের স্মার্টওয়াচটি কিনবেন? আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-বুকিং করতে পারেন।

কোন মডেলের কী দাম?

Galaxy Watch 6

Samsung Galaxy Watch 6-এর দাম 19,999 টাকা। এতে ব্লুটুথ ও ওয়াইফাই কানেকশন সহ 40mm ডায়াল রয়েছে। এছাড়াও, 40 মিমি ডায়াল সহ LTE সংযোগ সহ Galaxy Watch 6-এর দাম 33,999 টাকা। ব্লুটুথ ও ওয়াইফাই কানেকশন, 44 মিমি ডায়াল সহ Galaxy Watch 6-এর দাম 32,999 টাকা। আর LTE ভ্যারিয়েন্টটি 44mm ডায়াল সহ বাজারে এসেছে। সেই Galaxy Watch 6-এর দাম 36,999 টাকা।

Galaxy Watch 6 Classic

Samsung Galaxy Watch 6 Classic-এর দাম 36,999 টাকা। এতে ব্লুটুথ ও ওয়াইফাই কানেকশন রয়েছে। আপনি এতে একটি 43mm ডায়াল পাবেন। এর LTE ভ্যারিয়েন্টের দাম 40,999 টাকা। আর ব্লুটুথ ও ওয়াইফাই সংযোগ সহ 47 মিমি ডায়াল সহ Samsung Galaxy Watch 6 Classic-এর দাম 39,999 টাকা, আর এর LTE মডেলের দাম 43,999 টাকা।

Next Article