Smart Walkie Talkie: 1,799 টাকার ছোট্ট ডিভাইস, আজীবন মোবাইল রিচার্জ খরচ বাঁচাবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 13, 2023 | 11:11 AM

Device For Unlimited Calling: রিচার্জের খরচ এখন যে হারে বাড়ছে, অনেকের ক্ষেত্রেই তা কেনা সমস্যার হয়ে যাচ্ছে। তবে, আপনার জন্য আমরা এমন একটা ডিভাইস নিয়ে এসেছি, যা ব্যবহার করতে আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Smart Walkie Talkie: 1,799 টাকার ছোট্ট ডিভাইস, আজীবন মোবাইল রিচার্জ খরচ বাঁচাবে
এই ডিভাইস থাকলে আর কখনও মোবাইল রিচার্জ করতে হবে না।

Follow Us

রিচার্জ খরচ যে হারে বাড়ছে, সাধারণ মানুষ যদি এখনই কোনও বিকল্প উপায়ের সন্ধান না করেন, তাহলে সমস্যার শেষ থাকবে না। তার থেকেও বড় কথা হল আপনি যত দামেরই প্ল্যান রিচার্জ করুন না কেন, রিচার্জটাতো আপনাকে প্রতি মাসেই করতে হবে। তবে চাইলেই আপনি বিকল্প উপায়ের সন্ধান পেতে পারেন। এমনই একটি ডিভাইস বাজারে হাজির হয়ে গিয়েছে, যা আপনাকে চিরকার রিচার্জের ঝামেলা থেকে রেহাই দেবে। একবার ডিভাইসটি কিনে নিলে জীবনে আর কখনও রিচার্জ করতে হবে না।

ডিভাইসটির নাম Baofeng BF-888S, যা আদতে একটি ওয়াকি টকি টু ওয়ে রেডিও। এই ডিভাইসটি এতটা জনপ্রিয় তার কারণ হল এর মাধ্যমে আপনি অবিরাম কথোপকথন করে যেতে পারবেন। ডিভাইসটি পেতে আপনাকে বেশি ঝক্কিও পোহাতে হবে না। খুব সহজে অনলাইনে গেলেই আপনি এটি অর্ডার করতে পারবেন। এই Walkie Talkie Two Way Radio-র দাম 4,000 টাকা। এই ডিভাইসের উপরে ফ্লিপকার্ট আপনি 55% ছাড় পেয়ে যাবেন। তার ফলে ডিভাইসটি কিনতে আপনার খরচ হবে মাত্র 1,799 টাকা।

আপনি এখনই যদি এই ওয়াকি টকি Flipkart থেকে অর্ডার করেন, তাহলে 19 ফেব্রুয়ারির মধ্যেই তা আপনার কাছে পৌঁছে যাবে। এই ধরনের ডিভাইসের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এদের রেঞ্জ। প্রায় 6 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে ডিভাইসগুলির। এর বেশি আপনাকে আর কিছুই করতে হবে না। কিনেই কথা বলতে শুরু করুন এবং রেঞ্জের কথা মাথায় রেখেই কথা বলুন।

আগেই যেমনটা বললাম, BAOFENG BF-888s UHF ডিভাইসটি আপনি সহজেই Flipkart থেকে কিনতে পারবেন। এই ডিভাইসের দাম 5,999 টাকা। ফ্লিপকার্ট থেকে 35% ছাড়ের পরে এটি আপনি 3,899 টাকায় কিনতে পারবেন। এতে সলিড শেল, অ্যান্টি ওয়্যার দেওয়া হয়েছে। এর সাউন্ড কোয়ালিটিও অনেক ভাল। এগুলি গাড়ি, বাইক চালানোর সময়ও ব্যবহার করা যেতে পারে।

Next Article