Sony Smart TV: বহু দিন পর Sony ভারতে চমৎকার স্মার্ট টেলিভিশন সিরিজ় নিয়ে হাজির হল। শনিবার সেই Sony Bravia X82L সিরিজ়ের টেলিভিশন লঞ্চ করা হয়েছে ভারতে। মোট তিন সাইজ়ের টিভি রয়েছে এই সিরিজ়ে— 55 ইঞ্চি (139 সেন্টিমিটার), 65 ইঞ্চি (164 সেন্টিমিটার) এবং 75 ইঞ্চি (189 সেন্টিমিটার)। এই তিনটে সাইজ়ের টেলিভিশনেই রয়েছে Sony-র X1 4K HDR পিকচার প্রসেসর ও তার সঙ্গে ‘অবজেক্ট-বেসড HDR রিমাস্টার’ ফিচার।
এই প্রসেসর টেলিভিশনের ছবির পৃথক-পৃথক বস্তুর রং বিশ্লেষণ করে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, আরও ভাল ডেপ্থ, টেক্সচার এবং বাস্তবসম্মত পিকচার কোয়ালিটি দিতে সক্ষম এই টিভি। Sony Bravia X82L সিরিজ়ের 55 ইঞ্চির মডেলের দাম 91,990 টাকা, 65 ইঞ্চির মডেলের দাম 124,990 টাকা এবং 75 ইঞ্চির মডেলের দাম 1,89,990 টাকা।
Sony Bravia X82L সিরিজ়ে দেওয়া হয়েছে ট্রিলুমিনজ় PRo অ্যালগোরিদম। কোম্পানির দাবি, এর মাধ্যমে স্যাচুরেশন, হিউ এবং ব্রাইটনেস থেকে কালার ডিটেক্ট করা যায় এবং তার দ্বারা অত্যন্ত ডিটেলে ন্যাচেরাল শেডস রিপ্রোডিউস করতে পারে। Dolby Vision এর সাপোর্ট থাকছে এই স্মার্ট টেলিভিশনে। তার পাশাপাশিই আবার HDR সলিউশন এবং Dolby Atmos সাউন্ড সাপোর্ট করে এই টিভি।
Bravia X82L সিরিজ়টি গুগল টিভি সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে, 10,000 এরও বেশি অ্যাপ ডাউনলোড করা যেতে পারে এই টিভিতে, 700,000 এরও বেশি সিনেমা, টিভি শো টাইটেলও দেখতে পারবেন ব্যবহারকারীরা। ভয়েস সার্চ ফিচার রয়েছে এই টিভিতে, যার দ্বারা আপনার পছন্দসই টাইটেলটি খুঁজে নিতে আরও সুবিধা হবে। এছাড়া অ্যাপল হোমকিট এবং অ্যাপল এয়ারপ্লে-র সাপোর্ট থাকার ফলে এই টিভির সাহায্যে অ্যাপল ডিভাইসের সঙ্গেও ইন্টিগ্রেট করা যেতে পারে।
Sony-র এই লেটেস্ট টেলিভিশন সিরিজ় পাওয়া যাবে দেশের সমস্ত Sony সেন্টারে। পাশাপাশি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও টেলিভিশন সিরিজ়টি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।