Woman Safety Gadgets And Apps: পথে-ঘাটে মহিলাদের নিরাপত্তায় কাজে আসবে এসব অ্যাপ আর গ্যাজেট, সঙ্গে রাখুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 09, 2023 | 2:03 PM

Safety Apps For Women: বর্তমানে প্রত্যেকটি মহিলার উচিত সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়া। একজন মহিলা তার ব্যাগে প্রয়োজনীয় সবকিছু যেমন তার পার্স, চাবি এবং স্যানিটারি প্যাড ইত্যাদি রাখেন। এমন অবস্থায় মহিলাদের ব্যাগে সেফটি কিট হিসেবে কিছু গ্যাজেট এবং ফোনে কিছু অ্যাপ রাখা উচিত, যা দরকারে সুরক্ষা প্রদান করবে।

Woman Safety Gadgets And Apps: পথে-ঘাটে মহিলাদের নিরাপত্তায় কাজে আসবে এসব অ্যাপ আর গ্যাজেট, সঙ্গে রাখুন

Follow Us

Woman Safety Apps: সম্প্রতি সারা বিশ্ব জুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day 2023)। কর্মসংস্থান কিংবা অন্যত্র নারীদের এই দিন বিশেষ সম্মান প্রদান করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভেচ্ছা বার্তায়। বিভিন্ন জায়গায় নারীদের সুরক্ষা নিয়ে অনেক বার্তা দেওয়া হয়। তবে যতই প্রতিদিন মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলা হোক না কেন, আদতে কি মহিলারা সত্যিই সম্পূর্ণরূপে সুরক্ষিত? এখনও দিনের শেষে এই প্রশ্ন রয়েই যায়। বর্তমানে প্রত্যেকটি মহিলার উচিত সুরক্ষার (Security) দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়া। একজন মহিলা তার ব্যাগে প্রয়োজনীয় সবকিছু যেমন তার পার্স, চাবি এবং স্যানিটারি প্যাড ইত্যাদি রাখেন। এমন অবস্থায় মহিলাদের ব্যাগে সেফটি কিট হিসেবে কিছু গ্যাজেট (Gadgets) এবং ফোনে কিছু অ্যাপ (Mobile Apps) রাখা উচিত, যা দরকারে সুরক্ষা প্রদান করবে। এক্ষেত্রে নারীদের সবসময়ই একটা টেনশন থাকে যে, নিজের নিরাপত্তার জন্য ছোট ব্যাগে কী রাখবেন। এমন পরিস্থিতিতে, কোন গ্যাজেটটি ছোট এবং বহন করা সহজ তা ভাবা কিছুটা কঠিন হয়ে পড়ে। নিরাপত্তার জন্য নারীদের তাদের ব্যাগে কী-কী জিনিস রাখা উচিত এবং ফোনে কোন-কোন অ্যাপ রাখা উচিত তার সম্পূর্ণ বিবরণ দেওয়া হল।

পিপার স্প্রে পিস্তল (Pepper Spray Pistol):

মহিলাদের সবসময় তাদের ব্যাগে একটি পিপার স্প্রে পিস্তল রাখা উচিত। এটি নারীরা রাখতে পারেন, কারণ নারীদের জন্য এটি রাখা বৈধ। এই স্প্রে, চোখে স্প্রে করার দরকার নেই। আক্রমণকারীর কাছাকাছি গিয়ে তার দিকে দু’বার স্প্রে করলেই তা নিমেষে চোখ এবং ত্বকে ছড়িয়ে পড়বে।

112 India:

এই অ্যাপটি Android এবং iOS উভয় ডিভাইসেই চলে। মহিলাদের জন্য় এটি অল-ইন-ওয়ান নিরাপত্তা অ্যাপ। অর্থাৎ এই অ্যাপে সব ধরনের সিকিউরিটি ফিচার পাওয়া যায়। এটিতে শুধুমাত্র একবার ট্যাপ করেই, যেকোনও পরিস্থিতিতে SOS সতর্কতা পাঠাতে পারবেন। এই অ্যাপটি ভারতীয় কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে।

bSafe: (Safety App)

এটি একটি পার্সোনাল সিকিউরিটি অ্যাপ, যা একটি সামাজিক সেফটি নেটওয়ার্ক (Social Safety Network) তৈরি করে। ব্যবহারকারী যখন সমস্যায় পড়েন তখন এটি নিজে থেকেই কাজ করে। এটিতে একটি bSafe অ্যালার্ম রয়েছে, যা আপনার স্থানের আপডেট নিয়ে নেয়। আর সেই স্থানের আশেপাশের এলাকায় অবস্থিত ব্য়বহারকারীদের ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেয়।

Safety Torch:

শক ইফেক্ট সহ এই রিচার্জেবল সেফটি টর্চটি একজন মহিলাদের ব্য়াগে সবসময় রাখা উচিত। এই এলইডি টর্চের লুকনো ভোল্টেজ যে কোনও মানুষকে মারাত্মকভাবে আঘাত করার ক্ষমতা রাখে।

Next Article