অনেকেই ভাবেন, গরমকালে ফ্যান কোনও কাজে লাগে না। আর তাই তারা এয়ার কন্ডিশনার বা কুলার ক্রয় করেন। কিন্তু একটা পাখা যদি আপনাকে ঠান্ডাই না করতে পারল, তাহলে তা তৈরি হল কেন। জানলে অবাক হবেন যে, গরমে আপনি যদি সঠিকভাবে পাখা ব্যবহার করতে পারেন, তাহলে তার ঠান্ডা হাওয়া হার মানাতে পারে এয়ার কন্ডিশনার বা কুলারকেও। কিন্তু কীভাবে তা সম্ভব? আজকে এমনই চারটে পদ্ধতি সম্পর্কে জেনে নিন, যেগুলি এই গরমে আপনাকে সিলিং ফ্যান বা অন্যান্য ফ্যান চালিয়েই হিমশীতল রাখতে পারে।
ঘরের জানলায় টেবিল ফ্যান রাখুন – দুটি ফ্যান চালিয়ে ক্রসউইন্ড তৈরি করার চেষ্টা করুন আপনার ঘরে। সিলিং ফ্যানটা চালিয়ে দিন আর সেই ঘরের জানলার দিকে মুখ করে একটা টেবিল ফ্যান চালিয়ে দিন। এই প্রক্রিয়াকে বলা হয় ক্রসউইন্ড। টেবিল ফ্যান যদি জানলার দিকে মুখ করে রাখেন, তাহলে গরম বাতাস বাইরে বেরিয়ে যায় এবং তা ঠান্ডা বাতাস টেনে নেয়। বাথরুম বা রান্নাঘরে যেভাবে এগসস্ট ফ্যান কাজ করে, ঠিক সেই ভাবেই কাজ করে এই ক্রস উইন্ড প্রক্রিয়াটি।
বরফের ব্যবহার করুন – অনেক সময় সিলিং ফ্যানের তুলনায় স্ট্যান্ড ফ্যানকে অধিক সক্রিয় বলে মনে করা হয়। এই ধরনের ফ্যানের সামনে আপনি যদি ঠান্ডা জল বাব বরফের টুকরো রেখে দিতে পারেন, তাহলে ঘরে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এছাড়াও আপনি যদি স্ট্যান্ড ফ্যানের সামনে একটা ভেজা তোয়ালে বা গামছা রেখে দেন, তাহলেও আপনার ঘরে ঠান্ডা বাতাস বইবে এবং গরম বাতাস বাইরে বেরিয়ে যাবে।
পর্দার রং খুব গুরুত্বপূর্ণ – আপনি যখন ফ্যান চালিয়ে ঘর ঠান্ডা করার চেষ্টা করছেন, তখন ঘরের পর্দাটা টেনে দিন। গ্রীষ্মে জানলার পর্দা খুলে রাখলে ঘরে গরম বাতাস প্রবেশ করতে পারে। তাই, দিনের বেলা যাতে সূর্যের আলো ঢুকে ঘর তেতে না থাকে, তার জন্য পর্দা টেনে রাখা উচিত। এর দ্বারা এসি না চালিয়েও আপনি প্রচণ্ড গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখতে পারেন।
রাতের জন্য অন্য উপায় – আপনার ঘরের ওই জানলার পর্দাই রাত হওয়ার সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে। তাতে আপনি রাতের শীতল হাওয়া উপভোগ করতে পারবেন। কিন্তু পর্দা টেনে দিলে তা সম্ভব হবে না। তাই, রাতের সবসময় আপনার ঘরের জানলা ও দরজা খুলে রাখা উচিত। জানলা খুলে রাখলে আপনি ক্রস ভেন্টিলেশন তৈরি করতে পারেন, যা আপনার ঘরটাকে ঠান্ডা বাতাসে ভরিয়ে দেবে। সেই বাতাস থেকেই আপনার ফ্যানও ঠান্ডা হাওয়া দিতে থাকবে।