WhatsApp Code Verify Explained: হোয়াটসঅ্যাপ ওয়েবে যোগ হল নতুন সুরক্ষা স্তর, ট্রাফিক লাইটের মতো কাজ করবে কোড ভেরিফাই!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 14, 2022 | 11:02 AM

How WhatsApp Code Verify Will Work: হোয়াটসঅ্যাপ ওয়েবের সুরক্ষাস্তর আরও মজবুত করতে যোগ হল কোড ভেরিফাই ফিচার। কী ভাবে এই ফিচারটি কাজ করবে, জেনে নিন।

WhatsApp Code Verify Explained: হোয়াটসঅ্যাপ ওয়েবে যোগ হল নতুন সুরক্ষা স্তর, ট্রাফিক লাইটের মতো কাজ করবে কোড ভেরিফাই!
প্রতীকী ছবি।

Follow Us

ওয়েবের নিরাপত্তা (WhatsApp Web Security) আরও জোরদার করতে নতুন ফিচার্স নিয়ে এল হোয়াটসঅ্যাপ। সেই নতুন সুরক্ষা স্তরের নাম হোয়াটসঅ্যাপ কোড ভেরিফাই (WhatsApp Code Verify)। এটি আসলে একটি ব্রাউজ়ার এক্সটেনশন, যা ব্রাউজ়ারে পরিবেশিত হোয়াটসঅ্যাপ ওয়েব কোডের সত্যতা যাচাই করে। এই ধরনের কোড চেক করে যে, আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব কোড (WhatsApp Web Code) ট্যাম্পার করা হয়েছে নাকি কোনও ভাবে পরিবর্তিত হয়েছে। পাশাপাশি অন্যান্য সব হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের মতোই আপনিও একই অভিজ্ঞতা সঞ্চয় করছেন কি না, সে দিকেও নজর রাখে হোয়াটসঅ্যাপ কোড ভেরিফাই নামক এই নতুন ফিচার্স।

ক্লাউডফেয়ারের সঙ্গে পার্টনারশিপে কোড ভেরিফাই নামক ফিচারটি ডেভেলপ করেছে হোয়াটসঅ্যাপ। এই ক্লাউডফেয়ার একটি ওয়েব ইনফ্রাস্ট্রাকচার এবং সিকিওরিটি কোম্পানি। হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটি ব্লগে লেখা হচ্ছে, কোড ভেরিফাই একটি স্বতন্ত্র, থার্ড-পার্টি, স্বচ্ছ কোড ভেরিফিকেশন পদ্ধতি দিতে পারে, যা কেবল মাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

হোয়াটসঅ্যাপ তার ব্লগে আরও লিখছে, “বছরের পর বছর ধরে হোয়াটসঅ্যাপ আপনার ব্যক্তিগত বার্তাগুলিকে প্রেরক থেকে প্রাপকের কাছে ট্রানজিট করার সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা হোয়াটসঅ্যাপ ওয়েবেও সুরক্ষিত রেখেছে। নিরাপত্তা সচেতন ব্যবহারকারীদের আত্মবিশ্বাসী হওয়া দরকার যখন হোয়াটসঅ্যাপ ওয়েব এই এনক্রিপ্ট করা বার্তাগুলি গ্রহণ করে, তখন এটিও সুরক্ষিত থাকে। একটি ডাউনলোডযোগ্য মোবাইল অ্যাপের বিপরীতে, একটি ওয়েব অ্যাপ সাধারণত ব্যবহারকারীদের সরাসরি পরিবেশন করা হয় এবং তা কোনও তৃতীয় পক্ষের কোড পর্যালোচনা ও নিরীক্ষা ছাড়াই।”

“এমন অনেক কারণ রয়েছে যা একটি ওয়েব ব্রাউজারের নিরাপত্তাকে দুর্বল করতে পারে এবং সেটি মোবাইল অ্যাপ স্পেসে নেই, যেমন ব্রাউজার এক্সটেনশন। অতিরিক্ত ভাবে, যেহেতু ওয়েব তৈরি হওয়ার পরে মোবাইল অ্যাপ স্পেস তৈরি করা হয়েছিল, তাই মোবাইলের নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলির প্রতিটি অ্যাপ এবং সফ্টওয়্যার আপডেট পর্যালোচনা এবং অনুমোদন করার মধ্যে দিয়ে। তবে আজ সেই পন্থার পরিবর্তন হতে চলেছে, কারণ কোড ভেরিফাই হোয়াটসঅ্যাপ ওয়েবে আরও বেশি নিরাপত্তা নিয়ে আসছে”, ব্লগে যোগ করেছে মেটার এই নিজস্ব ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।

কোড ভেরিফাই যে ভাবে কাজ করে

কোড ভেরিফাই আসলে একটি ওয়েব এক্সটেনশন যা গুগল ক্রোম, মাইক্রোসফ্ট এজ এবং ফায়ারফক্স ইত্যাদি সব ব্রাউজ়ারেই কাজ করে। যে কোনও ডেস্কটপ ব্রাউজ়ারে যখন কোনও কোড ভেরিফাই এক্সটেনশন যোগ করা হবে, তখন সেটি হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে প্রাপ্ত ব্রাউজ়ারের কোডটিকে ভেরিফাই করে। অটোমেটিক্যালি এটি পিনড হয়ে যায় ফায়ারফক্স এবং এজ ব্রাউজ়ারে। তবে গুগল ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এটিকে ম্যানুয়ালি পিন করতে হয়।

ব্লগে হোয়াটসঅ্যাপ লিখছে, “কোড ভেরিফাই সেই হোয়াটসঅ্যাপ ওয়েব কোডের সঙ্গে ম্যাচ করে, যেটিকে আপনার কাছে কোনও একটি সোর্সের মাধ্যমে পাঠানো হয় এবং তারপরে তা ক্লাউডফ্লেয়ারে পাবলিশ করা হয়, আপনাকে বোঝানোর জন্য যে, হোয়াটসঅ্যাপ ওয়েব আপনি ব্যবহার করছেন, সেটি অথেন্টিক।”

আপনার ব্রাউজারে ঠিক ট্রাফিক লাইটের মতো কাজ করে কোড ভেরিফাই। ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গেই এটি রান করবে এবং আপনার ব্রাউডারে পিনডও হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েব কোড ভ্যালিডেটেড হয়ে থাকলে, ব্রাউজারের কোড ভেরিফাই আইকনটি সবুজ হয়ে যায়। আবার কোড যখন কমলা হয়ে যায়, তার অর্থ হল আপনাকে পেজটি রিফ্রেশ করতে হবে বা আপনাকে অন্য একটি ব্রাউজারে কোড ভেরিফাই করতে বলা হচ্ছে। এখন কোনও ভাবে যদি কোল লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে হোয়াটসঅ্যাপ ওয়েবের যে ভার্সনটি আপনি ব্যবহার করছেন, সেটি ত্রুটিপূর্ণ।

আরও পড়ুন: বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

আরও পড়ুন: মধ্যবিত্তের সেরা পছন্দ শাওমি সম্পর্কে এই ৬ তথ্য জানলে অবাক হবেন!

আরও পড়ুন: বিশ্বের জনপ্রিয় ১০ স্মার্টফোন, একটি স্যামসাং, দুটি রেডমি, বাকি সব আইফোন

Next Article
Realme TechLife Buds N100: নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন ভারতে লঞ্চ করেছে রিয়েলমি টেকলাইফ ব্র্যান্ড, দাম কত?
How To Reduce AC Bill: যত খুশি এসি চালিয়েও ইলেকট্রিক বিল আসবে খুব কম! মাথায় রাখুন এই ৪ টিপস