WhatsApp Tips: একটা আইফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী ভাবে চালাবেন? সহজ ট্রিকস শিখে নিন
Two WhatsApp Accounts In An iPhone: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একটা ডিভাইসে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে থাকেন। তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এসব কিসসু করার দরকার হয় না।
বিগত কয়েক বছরে ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে যত স্মার্টফোন লঞ্চ হয়েছে, তাদের বেশির ভাগেই রয়েছে ডুয়াল-সিম সাপোর্ট। এই ফিচার ব্যবহার করে ইউজাররা একটাই স্মার্টফোন দুটি ভিন্ন নম্বর ব্যবহার করতে পারেন। দুর্ভাগ্যজনক ভাবে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) কিন্তু আপনাকে একটা ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয় না। একটাই স্মার্টফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে অ্যান্ড্রয়েড (Android) ইউজাররা ‘ডুয়াল হোয়াটসঅ্যাপ’-এর অ্যাপ ক্লোনিং ফিচারটি ব্যবহার করে থাকেন। অনেকে আবার একটা ডিভাইসে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপও ইনস্টল করে থাকেন। তবে আইফোন (iPhone) ব্যবহারকারীদের ক্ষেত্রে এসব কিসসু করার দরকার হয় না। এমনিই তারা একটা আইফোন থেকে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
আর তার ক্রেডিটের পুরোটাই নিয়ে নেবে হোয়াটসঅ্যাপ-এরই আর একটা অ্যাপ হোয়াটসঅ্যাপ বিজ়নেস। এর সাহায্য়েই আপনার আইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে সক্ষম হবেন। হোয়াটসঅ্যাপ বিজ়নেস অ্যাপটি তার রেগুলার ভার্সনের মতো অনেকটাই এক। কিন্তু ব্যবসায়ীদের জন্য তৈরি করা এই হোয়াটসঅ্যাপ তার ইউজারদের এমনই কিছু ফিচার্স দিয়েছে যা ব্যবসার ক্ষেত্রে খুবই সুখকর। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের একটাই আইফোন থেকে এই দুটি ভার্সন অর্থাৎ রেগুলার এবং বিজ়নেস দুটি আলাদা নম্বর থেকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে।
একটা আইফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী ভাবে চালাবেন?
১) আপনার আইফোন থেকে প্রথমেই অ্যাপ স্টোর খুলুন।
২) হোয়াটসঅ্যাপ বিজ়নেস সার্চ করুন।
৩) গেট আইকনে ট্যাপ করে অ্যাপটি আপনার আইফোনে ইনস্টল করে নিন।
৪) অ্যাপটি একবার ইনস্টল হয়ে গেলে তা খুলুন এবং ‘অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ’ বাটনে ট্য়াপ করুন।
৫) একটি নতুন উইন্ডো খুলে যাবে এবার, যেখানে আপনাকে দুটি অপশন দেখানো হবে। প্রথম অপশনে আপনার এগজ়িস্টিং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দিয়ে দিন। দ্বিতীয় অপশনে একটি অন্য নম্বর দিয়ে আপনার বিজ়নেস অ্যাকাউন্টটি সেটআপ করুন।
৬) দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য যে নম্বরটি দিতে চান, সেটি দিয়ে দিন।
৭) আপনার নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে নম্বরটি একবার ভেরিফাই করে নিন।
৮) আপনার নাম দিয়ে দিন এবং নীচে ‘নট আ বিজ়নেস’ অপশনটি বাছাই করে নিন।
৯) সবশেষে ডান অপশনে ট্যাপ করুন।
এই নয়টি পদ্ধতি স্টেপ বাই স্টেপ মেনে চলতে পারলেই আপনার একটা আইফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।
আরও পড়ুন: বিজ্ঞাপনের জ্বালায় ইউটিউব দেখা বিরক্তিকর? ব্লক করার পদ্ধতি জেনে নিন
আরও পড়ুন: কোভিডের বুস্টার ডোজ়ের নামে বড়সড় প্রতারণাচক্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হওয়ার আগে যা জানা জরুরি
আরও পড়ুন: রেকর্ড! ইউটিউবে এই প্রথম কোনও ভিডিয়ো ১০ বিলিয়ন ভিউ-র গণ্ডি টপকাল