AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Chrome Update: ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে আপডেট করুন গুগল ক্রোম ব্রাউজার

গুগলের তরফের জানানো হয়েছে নতুন ক্রোম ভার্সানে গুগল ব্রাউজার আপডেট করা হলে সুরক্ষিত থাকবেন ইউজাররা। নিরাপদে থাকবে তাঁদের ব্যক্তিগত তথ্যও। 

Google Chrome Update: ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে আপডেট করুন গুগল ক্রোম ব্রাউজার
দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম- এর তরফে ইউজারদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 12:17 PM
Share

আপনি কি ডেস্কটপ কিংবা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন? তাহলে অবিলম্বে আপনার উচিত লেটেস্ট গুগল ক্রোম ভার্সানে নিজের ব্রাউজার আপডেট করা। অর্থাৎ Google Chrome– version 92.0.4515.131, গুগল ক্রোমের এই ভার্সানে ব্রাউজার আপডেট করা। নয়তো বড় বিপদে পারেন আপনি। দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম- এর তরফে ইউজারদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের লেটেস্ট ভার্সানে আপডেট করার কারণ হল, ইদানীং গুগল ক্রোমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ইউজারকে নিশানা বানিয়ে তাদের বিপদে ফেলার চেষ্টা করছে একদল অ্যাটাকার।

মূলত সুরক্ষা সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে গুগল ক্রোমে। যার ফলে ইউজারদের গুরুত্বপূর্ণ নথি হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই জন্যই তড়িঘড়ি গুগল ক্রোম আপডেট করেছে সংস্থা। সেই সঙ্গে এও বলা হয়েছে যে অবিলম্বে সব ইউজারদের এই লেটেস্টে ভার্সানের গুগল ক্রোম আপডেট করে নেওয়া। ইতিমধ্যেই অনেকে নতুন ভার্সানের ক্রোম ব্রাউজারে আপডেট করে নিয়েছেন। তবে উল্টোদিকে অনেকে আবার এই আপডেট এখনও গ্রহণ করেননি। সেইসব ইউজারদের নিয়েই চিন্তিত গুগল কর্তৃপক্ষ এবং CERT-In। আর তাই ইউজারদের সুরক্ষার কথা ভেবেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

CERT-In জানিয়েছে, ওই রিমোট অ্যাটাকাররা প্রথমে একটি নির্দিষ্ট সিস্টেমকে টার্গেট করছে। তারপর তাকে হ্যাক করার জন্য তৈরি হচ্ছে স্পেশ্যাল ডকুমেন্ট। কোনওভাবে হ্যাকারদের ফাঁদে যদি ইউজাররা পা দিয়ে ফেলেন, তাহলেই বিপত্তি। হয়তো ইউজাররা নিজের অজান্তেই হ্যাকদের তৈরি নানা জালে জড়িয়ে পড়বেন। আর তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। তাই সুরক্ষার খাতিরে নতুন গুগল ক্রোম ভার্সানে পিসি বা ডেস্কটপ ব্রাউজার আপডেট করা প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি একটি ব্লগে গুগল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তাঁদের ব্রাউজার গুগল ক্রোমে যে সুরক্ষায় ঘাটতি হয়েছে, সেই ব্যাপারটা কয়েকদিন আগেই তাঁদের নজরে এসেছিল। এরপরই আপডেট করা হয় ব্রাউজারের ভার্সান। গুগলের তরফের জানানো হয়েছে নতুন ক্রোম ভার্সানে গুগল ব্রাউজার আপডেট করা হলে সুরক্ষিত থাকবেন ইউজাররা। নিরাপদে থাকবে তাঁদের ব্যক্তিগত তথ্যও।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে সোনি এক্স সিরিজের তিনটি ওয়্যারলেস স্পিকার, কোন মডেলের দাম কত?