URBAN Fit Z: দরকার পড়বে না ফোনেরও, ভারতে লঞ্চ হয়ে গেল URBAN Fit Z স্মার্টওয়াচ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 16, 2023 | 11:44 AM

URBAN Fit Z Price: Urban একটি প্রিমিয়াম স্মার্ট ওয়ারেবেল ব্র্য়ান্ড। ভারতীয় বাজারে তাদের প্রচুর স্মার্টওয়াচ রয়েছে। আর বেশিকভাগ স্মার্টওয়াচই বেশি দামের। এবার ফের ভারতে ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ URBAN Fit Z লঞ্চ করেছে।

URBAN Fit Z: দরকার পড়বে না ফোনেরও, ভারতে লঞ্চ হয়ে গেল URBAN Fit Z স্মার্টওয়াচ

Follow Us

URBAN Fit Z Smartwatch: বর্তমানে স্মার্টওয়াচের চাহিদা তুঙ্গে। প্রচুর মানুষ সাধারণ ঘড়ি ছেড়ে স্মার্টওয়াচের দিকে ঝুঁকেছে। তাতে বেশ কিছু সুবিধাও আছে বটে। আর বাজারে অনেক ব্র্য়ান্ডের স্মার্টওয়াচ রয়েছে। তারমধ্য়েই Urban একটি প্রিমিয়াম স্মার্ট ওয়ারেবেল ব্র্য়ান্ড। ভারতীয় বাজারে তাদের প্রচুর স্মার্টওয়াচ রয়েছে। আর বেশিকভাগ স্মার্টওয়াচই বেশি দামের। এবার ফের ভারতে ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ URBAN Fit Z লঞ্চ করেছে। এটিতে আল্ট্রা এইচডি ফ্লুইড অ্যামোলেড (Ultra HD Fluid AMOLED) ডিসপ্লে রয়েছে। এই নতুন স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

URBAN Fit Z-এর দাম ও উপলব্ধতা:

URBAN Fit Z স্মার্টওয়াচ একটি মিলিটারি-গ্রেড প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফিনিস স্পোর্টস। এই স্মার্টওয়াচটি সমস্ত বড় অফলাইন আউটলেট এবং অনলাইন ই-কমার্স সাইট Amazon, Flipkart থেকে কিনতে পারবেন। এছাড়াও URBAN-এর অফিসিয়াল সাইট থেকেও কিনে নিতে পারবেন। এই নতুন URBAN Fit Z স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 5,999 টাকা।

ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন:

আরবান ফিট জেড (URBAN Fit Z) স্মার্টওয়াচে এমন সব ফিচার রয়েছে, যা একটি স্মার্টফোনে পাওয়া যায়। ফলে আপনি ফোনের পরিবর্তে এটিকে ব্যবহার করতেই পারেন। এতে স্পিকার এবং মাইকের সঙ্গে ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে। এছাড়াও, দু’টি সেন্সর সহ ইন্টারনাল স্টোরেজ এবং ওয়্যারলেস ইয়ারফোন কানেকশন রয়েছে। সবচেয়ে ভাল দিক হল, এই স্মার্টওয়াচটি 10 ​​দিনের ব্যাটারি লাইফের সঙ্গে আসে। অর্থাৎ আপনি একবার চার্জ দিয়ে এটিকে 10 দিন পর্যন্ত চালাতে পারবেন।

এছাড়াও এই URBAN Fit Z স্মার্টওয়াচে রয়েছে 1.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ফ্লুইড এইচডি ডিসপ্লে। এটিতে একটি স্মার্ট অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনও রয়েছে। স্মার্টওয়াচটিতে TWS স্টোরেজ দেওয়া হয়েছে। URBAN Fit Z স্মার্টওয়াচে SpO2, HR এবং BP এর জন্য একটি ডেডিকেটেড ডুয়াল সেন্সর রয়েছে। ঘড়িটিতে ক্যালোরি বার্ন সহ বেশ কয়েকটি স্পোর্ট মোড এবং ওয়ার্কআউট বৈশিষ্ট্য রয়েছে। URBAN Fit Z স্মার্টওয়াচে 100টিরও বেশি ক্লাউড-ভিত্তিক ওয়াচ ফেস দেওয়া হয়েছে। ওয়াচ ফেসগুলি 10 ​​দিনের স্ট্যান্ডবাই সময় পায়। স্মার্টওয়াচটি একটি কালো সিলিকন স্ট্র্যাপ এবং একটি ব্রাউন ভেগান লেদার স্ট্র্যাপ, একটি ধূসর সিলিকন স্ট্র্যাপ ও ব্ল্যাক ভেগান লেদার স্ট্র্যাপে আসে।

Next Article
Apple-র দারুণ অফার, 3,900 টাকা দিয়ে কিনে আনতে পারেন Macbook Air
Smartwatch Under 5000: ফিচার দেখলে মাথা ঘুরে যাবে, 5000 টাকার কমে পাবেন এই সেরা 5 স্মার্টওয়াচ