URBAN ভারতে দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। তার একটি হল Wave Three এবং অপরটি Nova। এদের মধ্যে Wave Three স্মার্টওয়াচে রয়েছে 1.91 ইঞ্চির সুপার HD ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং। এদিকে আবার Urban Nova স্মার্টওয়াচে রয়েছে 1.86 ইঞ্চির ডিসপ্লে। ওয়েভ থ্রি পাওয়া যাবে মোট দুটি কালার ভ্যারিয়েন্টে এবং নোভা স্মার্টওয়াচটি মোট নয়টি কালার ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
URBAN Wave Three এবং Nova: দাম ও অন্যান্য তথ্য
Wave Three এবং Nova এই স্মার্টওয়াচ দুটি লঞ্চ করা হয়েছে যথাক্রমে 2,499 টাকা এবং 1,799 টাকায়। URBAN-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল দোকানগুলি থেকে স্মার্টওয়াচ দুটি কিনতে পারবেন কাস্টমাররা। এদের মধ্যে আর্বান নোভা স্মার্টওয়াচটি ফিয়ারি অরেঞ্জ, স্টিল গ্রে, টয়লাইট পার্পল, ফরেস্ট গ্রিন, ইন্ডিগো ব্লু, কোবেল্ট ব্লু, সানশাইন ইয়েলো, স্টারলাইট বেইজ এবং জেট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। অন্য দিকে আর্বান ওয়েভ থ্রি স্মার্টওয়াচটি ম্যাট ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে কিনতে পারবেন।
URBAN Wave Three: ফিচার ও স্পেসিফিকেশন
URBAN Wave Three স্মার্টওয়াচে রয়েছে একটি 1.91 ইঞ্চির IPS FHD ডিসপ্লে। তিনটি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ রয়েছে ঘড়িটির (মেটাল, PU লেদার এবং প্রিমিয়াম সিলিকন)। অতিরিক্ত ফিচার্সের দিক থেকে স্মার্টওয়াচটি ব্লুটুথ 5.1 সাপোর্ট করে। এই ব্লুটুথের কলিং রেঞ্জ 10 মিটার পর্যন্ত। AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়া হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন ট্র্যাকারের মতো একাধিক হেলথ মনিটরিং ফিচার্সও রয়েছে ঘড়িটিতে।
URBAN Nova: ফিচার ও স্পেসিফিকেশন
এই URBAN Nova স্মার্টওয়াচে রয়েছে মেটাল কেসিং এবং একটি রোটেটিং ক্রাউন। 1.86 ইঞ্চির একটি ফুল HD ডিসপ্লে এবং কাস্টমাইজ়েবল ওয়াচ ফেস দেওয়া হয়েছে ঘড়িটিতে। এই স্মার্টওয়াচটিও বেশ কিছু হেল্থ ও ফিটনেস ফিচার্স দিতে পারে। সেই তালিকায় রয়েছে হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটরিং-সহ আরও অনেক কিছু। পরিধানকারীর প্রাত্যহিক পদক্ষেপের কাউন্ট করার পাশাপাশি ব্লুটুথ কলিংও সাপোর্ট করে এই স্মার্ট হাতঘড়ি। কব্জি থেকেই আপনি কল করতে এবং রিসিভও করতে পারবেন। এছাড়া রয়েছে বিল্ট-ইন স্পিকার্স, একটি মাইক্রোফোন এবং AI সহকারী।