Tips To Use AC After Winter: শীতের পর প্রথম AC চালালেন? এই ভুলটা করেননি তো, এক্কেবারে খারাপ হয়ে যেতে পারে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 10, 2023 | 7:45 PM

What to Do Before Turning Your AC on after Winter: শীতকালের পর অর্থাৎ এই মরসুমে আপনি যদি প্রথমবার আপনার AC চালান, তাহলে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণ, সামান্য ভুল হলে আপনার এয়ার কন্ডিশনারে বিস্ফোরণও ঘটতে পারে।

Tips To Use AC After Winter: শীতের পর প্রথম AC চালালেন? এই ভুলটা করেননি তো, এক্কেবারে খারাপ হয়ে যেতে পারে
শীতকালের পর এই গরমে প্রথমবার AC-র সুইচ অন করার আগে জানতেই হবে...

Follow Us

AC Using Tips After Winter: গরম পড়ে গিয়েছে। গ্রীষ্মের সেই প্রখর দাবদাহ এখনও শুরু হয়নি ঠিকই। তবে সে দিন আসতে খুব একটা দেরিও নেই। এর মধ্যেই মানুষজন তাঁদের বাড়ি থেকে AC, কুলার বের করে রেখে দিয়েছেন। গতবারের মতো এবারের গরমটাও যে চরম ভাবে পড়তে চলেছে, তার ইঙ্গিত মিলেছে মার্চের শুরু থেকেই। এখন AC আপনাকে চালাতে হবে ঠিকই। দরকারে AC সার্ভিসও করিয়ে নিতে হবে। কিন্তু শীতকালের পর অর্থাৎ এই মরসুমে আপনি যদি প্রথমবার আপনার AC চালান, তাহলে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণ, সামান্য ভুল হলে আপনার এয়ার কন্ডিশনারে বিস্ফোরণও ঘটতে পারে।

এই গরমকালে আমরা ব্যাপক হারে এসির ব্যবহার করি। দিন রাত, সাত দিন আমাদের ঘরে AC চলতে থাকে। তার থেকেও বড় কথা হল, একটানা সাত থেকে আট মাস এসি চালানোর পরেই হুট করে তিন-চার মাস ঠান্ডার কারণে আমরা এসি বন্ধ করে রাখি। এমন পরিস্থিতিতে আপনার এসির মেইন্টেন্যান্স বা রক্ষণাবেক্ষণ খুব জরুরি। একমাত্র ভাল রক্ষণাবেক্ষণেই আপনার এসি খারাপ হবে না। তাই, আজ এমনই কিছু জরুরি টিপস জেনে নিন, যা এই মরসুমে প্রথম এসি চালাতে গিয়ে আপনার কাজে আসবে।

1) AC চালানোর আগে প্রথমেই দেখে নিন, তাতে কোনও ধুলোবালি বা নোংরা জমে রয়েছে কি না। এসিতে ময়লা জমলে, তাকে সঠিক ভাবে কাজ করতে বাধা দেয়। এছাড়া ময়লা-আবর্জনা থাকলে এসির কম্প্রেসর বিস্ফোরণেরও আশঙ্কা থেকে যায়।

2) আপনাকে উইন্ডো এবং স্প্লিট এসির ফিল্টারও নিয়মিত পরিষ্কার করতে হবে। একটানা অনেক দিন AC-র ফিল্টার পরিষ্কার না করলে ঘর ঠান্ডা হতে সময় লাগে এবং খুব অল্প সময়ের মধ্যেই তা নষ্টও হয়ে যেতে পারে।

3) শীতকালের পর প্রথম AC ব্যবহারের আগে তার সকেটটা ভাল করে দেখে নিন। এয়ার কন্ডিশনারের নিউট্রাল এবং ফেজ় দুই কানেকশনই টাইট হতে হবে। আলগা হলেই কিন্তু স্পার্ক সৃষ্টি হতে পারে। এখন আপনি যদি একটি 1.5 টনের এসি কেনার চিন্তাভাবনা করেন, তাহলে মাথায় রাখবেন তাতে যেন 4 মিমি মাল্টিফ্লাক্স ওয়্যার থাকে। যদি সেটি 4 মিমি-র কম হয়, তাহলে স্পার্ক তৈরি হওয়ার ঝুঁকি থেকে যায়।

4) এই মরসুমে আপনি যদি প্রথমবার AC চালু করতে যান, তাহলে আগে তার সার্ভিসিং করিয়ে নিন। কারণ, কয়েক মাস ব্যবহার না করার ফলে কিছু ত্রুটি দেখা দিতে পারে। এখন আপনি সেই এসি চালিয়ে ফেললেন এবং তাতে কিছু সমস্যা দেখা গেল। তাহলে জলদি এয়ার কন্ডিশনারটি বন্ধ করুন। বিশেষজ্ঞরা দাবি করেন, বছরে অন্তত দু’বার এসি সার্ভিসিং করা দরকার। এখন আপনার পক্ষে যদি দু’বার এসি সার্ভিসিং করানো সম্ভব না হয়, তাহলে অন্তত একবার করিয়ে নিন।

Next Article