Xiaomi Refrigerator: গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গেই বাজারে একের পর এক রেফ্রিজারেটর আনে কোম্পানিগুলি। এমনিতেও বাজারে এখন অনেক ফিচারসহ ভাল ভাল রেফ্রিজারেটর রয়েছে। এবার গরম আসতে না আসতেই Xiaomi তাদের নতুন রেফ্রিজারেটর লঞ্চ করেছে। একে মিজিয়া থ্রি ডোর রেফ্রিজারেটর (Refrigerator) বলা হয়। এটি 213 লিটার ক্ষমতার। কোম্পানিটি বলেছে, ছোট পরিবারের চাহিদার কথা মাথায় রেখে এই ফ্রিজ চালু করা হয়েছে। এটি একা বা দুইজনের পরিবারের জন্য উপযুক্ত। সংস্থাটি বলেছে যে, এটি এক সপ্তাহ পর্যন্ত খাবার সংরক্ষণ করতে পারে। অর্থাৎ আপনি এতে এক সপ্তাহ খাবার রাখলেও সেই খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। তবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন রেফ্রিজারেটরের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Xiaomi MIJIA তিন দরজা রেফ্রিজারেটর 213L দাম:
Xiaomi MIJIA রেফ্রিজারেটরের দাম 1099 ইউয়ান (প্রায় 13 হাজার টাকা)। এটি চিনে চালু করা হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে এই ফ্রিজের বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।
Xiaomi MIJIA তিন দরজার রেফ্রিজারেটর 213L এর ফিচার ও স্পেসিফিকেশন:
Xiaomi MIJIA রেফ্রিজারেটরের ধারণক্ষমতা 213 লিটার।এর ক্ষমতা অনুযায়ী, এটি এক সপ্তাহ পর্যন্ত খাদ্য সংরক্ষণ করতে পারে। এটির রেফ্রিজারেটিং এরিয়া 125 লিটার। এ ছাড়াও এতে 58 লিটার ক্ষমতার একটি রেফ্রিজারেটিং বগি রয়েছে। আপনি এই রেফ্রিজারেটরে তিন ধরনের টেম্পারেচার সেট করতে পারবেন।
এর কন্ট্রোল ফিচার সম্পর্কে বললে, 0-7 পর্যন্ত এটিকে কন্ট্রোল করতে পারবেন। সংস্থাটি বলেছে, এর বিদ্যুৎ খরচ প্রতিদিন 0.66 ডিগ্রি। ফ্রিজের আওয়াজ খুব কম, মাত্র 38 ডেসিবেল। এটি 52.4 সেমি চওড়া, 58.2 সেমি গভীর এবং 180.8 সেমি উচ্চ। এর দরজার কব্জা স্টিলের তৈরি। এর সঙ্গে, এতে কোল্ড লাইট সোর্স এলইডিও দেওয়া হয়েছে, যা উপরের দিকে রয়েছে। এই কারণে, রাতে এটি থেকে জিনিসগুলি সরানো বা রাখা খুব সহজ হয়ে যায়।