Xiaomi Mijia AC: ফের বাজারে নতুন AC নিয়ে এল Xiaomi, মাত্র 33,235 টাকায় বিদ্যুৎ বাঁচাবে অনেকটাই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 13, 2023 | 11:47 PM

Xiaomi New AC: নতুন Xiaomi Mijia AC-র ইন্টারনাল ইউনিটে রয়েছে হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা, যা অদৃশ্য দূষণ মুহূর্তে সরিয়ে দিতে পারে। লেয়ার বাই লেয়ার ক্লিনিংয়ের পাশাপাশি এটি ব্যাকিটিরিয়াও দূর করে দিতে পারে তার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে।

Xiaomi Mijia AC: ফের বাজারে নতুন AC নিয়ে এল Xiaomi, মাত্র 33,235 টাকায় বিদ্যুৎ বাঁচাবে অনেকটাই
চমৎকার এসি নিয়ে এল শাওমি।

Follow Us

Xiaomi-র স্মার্ট ইকোলজি ব্র্যান্ড MIJIA একটি নতুন এয়ার কন্ডিশনার নিয়ে হাজির হয়েছে। সেই নতুন শাওমি এসির নাম Mijia Air Conditioner জায়ান্ট পাওয়ার সেভিং 2। ইতিমধ্যেই এই নতুন এসির প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নতুন এসিটি 20-30 স্কোয়্যার মিটারের ঘরের জন্য আদর্শ। তবে আপাতত এই এয়ার কন্ডিশনার ভারতে ক্রয় করতে পারবেন না। চিনের মার্কেটেই আপাতত পাওয়া যাবে ACটি, যার দাম 407 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 33,235 টাকা।

এই লেটেস্ট প্রডাক্টটি নির্মিত হয়েছে নতুন ফার্স্ট-লেভেল এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ডে। আগের থার্ড লেভেল স্ট্যান্ডার্ডের তুলনায় এটি প্রতি বছর 200W ইলেকট্রিসিটি বাঁচাতে পারে। তাছাড়া এই Xiaomi Mijia AC-তে রয়েছে বড় ডায়ামিটার উইন্ড হুইল প্রযুক্তি এবং ফুল DC ইনভার্টার সিস্টেম ডিজ়াইন, যা খুবই শক্তিশালী পাওয়ার দিতে পারে। এই এসির বড় এয়ার ভলিউম একটা ঘরকে যে কোনও পরিস্থিতিতে দ্রুত শীতল এবং দ্রুত গরম করতে পারে।

একই সময় এই এয়ার কন্ডিশনার উচ্চ-মানের হার্ডওয়্যার কনফিগারেশন অ্যাপ্ট করে। এটি ইক্যুইপ করা রয়েছে হাই-এফিসিয়েন্সি ডিসিপেশন প্রযুক্তির সঙ্গে। এছাড়াও এই শাওমি এসি একটি বিস্তৃত তাপমাত্রা পরিসরে অভ্যন্তরীণ তাপমাত্রাকে দ্রুত ভারসাম্য বজায় রাখতে পারে এবং এটি তীব্র ঠান্ডা এবং গরম আবহাওয়ায় স্থিরভাবে চলতে পারে।

নতুন Xiaomi Mijia AC-র ইন্টারনাল ইউনিটে রয়েছে হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা, যা অদৃশ্য দূষণ মুহূর্তে সরিয়ে দিতে পারে। লেয়ার বাই লেয়ার ক্লিনিংয়ের পাশাপাশি এটি ব্যাকিটিরিয়াও দূর করে দিতে পারে তার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে।

এই এয়ার কন্ডিশনারটি লিঙ্ক করতে পারেন MIJIA অ্যাপের সাহায্যে। নোংরা পরিষ্কার করার জন্য এতে রয়েছে বিল্ট-ইন স্মার্ট রিমাইন্ডার ফাংশন। এর ফিল্টার স্ক্রিন যখন আটকে থাকবে, তখন ব্যবহারকারীকে বুদ্ধিমত্তার সঙ্গে তা পরিষ্কার করার কথা স্মরণ করিয়ে দেবে, যাতে সুস্বাস্থ্য বজায় রাখা যায়।

Next Article