AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi Pad 6 লঞ্চ হল ভারতে, দাম 26,999 টাকা, দুর্দান্ত ফিচার

ভারতে Xiaomi Pad 6 লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা এবং 8GB+456GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। তবে আপনার কাছে যদি ICICI ব্যাঙ্কের কার্ড থাকে এবং সেই কার্ড ব্যবহার করে আপনি যদি ট্যাবলেটটি ক্রয় করেন, তাহলে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

Xiaomi Pad 6 লঞ্চ হল ভারতে, দাম 26,999 টাকা, দুর্দান্ত ফিচার
দুর্ধর্ষ নতুন ট্যাবলেট নিয়ে এল শাওমি।
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 3:25 PM
Share

Xiaomi Latest Tablet: একাধিক জল্পনার পর Xiaomi Pad 6 ট্যাবলেটটি দেশের বাজারে হাজির হয়ে গেল। Pad 5-এর পর এটিই কোম্পানির দ্বিতীয় কোনও ট্যাবলেট। দেখতে অনেকটাই আগের মডেলের মতো। তবে ডিজ়াইন সামান্য আপগ্রেড করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে প্রসেসরও। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। Xiaomi Pad 6-এর দাম কত, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Xiaomi Pad 6: কত দাম, কোথায় কিনবেন

ভারতে Xiaomi Pad 6 লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা এবং 8GB+456GB ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। তবে আপনার কাছে যদি ICICI ব্যাঙ্কের কার্ড থাকে এবং সেই কার্ড ব্যবহার করে আপনি যদি ট্যাবলেটটি ক্রয় করেন, তাহলে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। তবে, এই ট্যাবলেটের অ্যাক্সেসারিগুলি আপনাকে আলাদা করে কিনতে হবে। কিবোর্ডের জন্য আপনাকে 4999 টাকা, স্মার্ট পেনের জন্য 5999 টাকা এবং ট্যাবলেটের কেস ক্রয় করতে আপনাকে মাত্র 1,499 টাকা খরচ করতে হবে।

Xiaomi Pad 6: স্পেসিফিকেশন

11 ইঞ্চির স্ক্রিন রয়েছে ট্যাবলেটটিতে, যা উজ্জ্বল ও নিখুঁত হাই-কোয়ালিটি ছবির অভিজ্ঞতা দিতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট 144Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ট্যাবলেট চালিত হচ্ছে Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে Xiaomi Pad 6-এ রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টেম।

ছবি ও ভিডিয়ো তোলার জন্য এই ট্যাবলেটের পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা। পাশাপাশি সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্যও ট্যাবলেটটির সামনে আর একটি ক্যামেরা রয়েছে। দুর্ধর্ষ স্পিকার্স রয়েছে, যা হাই-কোয়ালিটি সাউন্ড প্রোডিউস করতে পারে এবং Dolby Atmos টেকনোলজি সাপোর্ট করে।

এই Xiaomi Pad 6 ট্যাবলেটে এমনই সেন্সর দেওয়া হয়েছে, যা লাইট এবং মুভমেন্ট ট্র্যাক করতে পারে। এর সঙ্গে আপনি একটি কিবোর্ড অ্যাটাচ করতে পারেন, যা আপনার টাইপিংয়ের কাজ আরও সহজ করে দেবে। পাশাপাশি স্ক্রিনে কিছু লেখা ও ছবি আঁকার জন্যও আপনি একটি বিশেষ পেন ব্যবহার করতে পারেন।

দীর্ঘমেয়াদী একটি ব্যাটারি রয়েছে। এক চার্জেই দুই দিনের জন্য ব্যাকআপ ধরে রাখতে পারে Xiaomi Pad 6-এর এই শক্তিশালী ব্যাটারি। খুব দ্রুততার সঙ্গে একটি কেবেল ব্যবহার করে এই ট্যাবলেট চার্জ করা যেতে পারে। পাতলা, ওজনেও খুব হাল্কা এই ট্যাবলেট আপনি যে কোনও জায়গায় বহন করে নিয়ে যেতে পারেন।