AC কিনবেন বলে মনোস্থির করেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে গিয়েছেন। একে তো গরম, বাইরে বেরোলেই গলদঘর্ম অবস্থা। তাই বাড়িতে এসে একটু স্বস্তির স্বাদ পেতে একটা এয়ার কন্ডিশনার অবশ্যই দরকার। তার উপরে আবার এই গ্রীষ্মের মরশুমে একাধিক এসি মডেলে আকর্ষণীয় ছাড় পাওয়া যায়। সুখবরটি হল, যাঁরা Cooler কিনবেন ভাবছিলেন তাঁদের জন্য। অফারের ফিরিস্তি এখন এতটাই লম্বা যে আপনি কুলারের দামে একটা চমৎকার AC পেয়ে যেতে পারেন। আর সেই AC যদি হয় Blue Star-এর, তাহলেই বা মন্দ কী বলুন তো! চলুন, জেনে নেওয়া যাক, Blue Star-এর কোন এসি আপনি কতটা কম দামে ক্রয় করতে পারবেন।
Blue Star AC OFFER:
এই মুহূর্তে আপনি যে ব্লু স্টার এসিতে সবথেকে বেশি পরিমাণে ছাড় পাবেন, সেটি হল Blue Star 2023 Model 0.8 Ton 3 Star Split Inverter AC। হ্যাঁ, এটি একটি 0.8 টনের এসি, যা আপনার ছোট্ট ঘরে আরামসে ফিট হয়ে যেতে পারে। এমনিতে এই এয়ার কন্ডিশনারের দাম 41,500 টাকা। 32% ছাড়ের পর আপনি এই এসি কিনতে পারেন মাত্র 27,999 টাকায়। সেই সঙ্গেই আবার একাধিক ব্যাঙ্কের অফারও থাকছে এই এসিতে। DBS Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করেন, তাহলে 10% ছাড় পেয়ে যাবেন। এছাড়া HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেও আপনি 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফলে, আপনি পেয়ে যাচ্ছেন 25,999 টাকাতেই আপনি পেয়ে যাবেন এই এসি।
Flipkart AC Exchange OFFER:
আপনার জন্য আরও একটি চমৎকার অফার রয়েছে। বাড়িতে অনেক দিনের পুরনো AC থাকলে আপনি সেটি বদলে এই এয়ার কন্ডিশনার কিনতে পারেন। সেটা করতে পারলে আপনি 5,700 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তার জন্য এই এয়ার কন্ডিশনারের দাম হয়ে যাচ্ছে 20,299 টাকা। তবে এই অফার পেতে গেলে আপনার পুরনো AC-র পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে। পাশাপাশি এই অফার নির্ভর করবে আপনি কোন মডেলের AC এক্সচেঞ্জ করবেন, তার উপরে। এছাড়া এই Blue Star 2023 এসির সঙ্গে আপনাকে 1 বছরের ওয়ারান্টি দেওয়া হবে। শুধু তাই নয়। কম্প্রেসারের জন্য 10 বছরের আলাদা করে ওয়ারান্টি মিলবে।
এখন আপনি ভাবতে পারেন, কুলারের আবার এত দাম হয় নাকি! যদি বলি হয়! এমন অনেক কুলার রয়েছে, যেগুলির দাম অনেকটাই বেশি। আপনি যদি Symphony Movicool Xl কুলার কেনেন, তাহলে তার জন্য আপনাকে 34,800 টাকা খরচ করতে হবে। এখন ভেবে দেখুন সেই জায়গায় Cooler-এর পরিবর্তে আপনি একটা AC পেয়ে যাচ্ছেন।