Zebronics Zeb Pods-1 Offers: বিগত কয়েক বছর ধরে মানুষের মধ্যে ইয়ারবাডের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছে। গান শোনা থেকে শুরু করে সিনেমা দেখা, একটি ভাল ইয়ারবাড থাকলে সোনায় সোহাগা। বাজারে তো বর্তমানে গেম খেলার জন্যও ইয়ারবাড পাওয়া যায়। বর্তমানে ভারতে এমন অনেক ব্র্যান্ড রয়েছে, যারা কম দামে অনেক ভাল ইয়ারবাড বাজারে আনে। আবার অনেক চিনা ব্র্যান্ডেরও ইয়ারবাড পেয়ে যাবেন। তবে জনপ্রিয় কোম্পানিগুলির তালিকায় Zebronics-এর নাম প্রথম দিকেই রয়েছে। Zebronics ভারতে তার নতুন ইয়ারবাড Zebronics Zeb Pods-1 লঞ্চ করেছে। বেশ কম দামেই এই নতুন ইয়ারবাড কিনতে পারবেন। Zebronics Zeb Pods-1-এ একটি 13mm ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপল সিরি-এর সাপোর্ট পেয়ে যাবেন। তবে চলুন দাম থেকে ফিচার, সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
এই ইয়ারবাডের দাম কত?
আপনি এই নতুন ইয়ারবাডটি মাত্র 1,499 টাকায় কিনতে পারবেন। তবে এখন প্রশ্ন হল কোথা থেকে কিনবেন? আপনি Zebronics Zeb Pods-1 ইয়ারবাডটি Amazon থেকে কিনে নিতে পারবেন। এই ইয়ারবাডে অনেক ছাড়ও পাবেন। এখন অনেক মানুষই আছেন, যারা অনলাইনেই সমস্ত কেনাকাটা করে নেন। তাই ই-কমার্স সাইটগুলিও অনেক অফার দেয়। সেই মতোই Amazon-এ এই ইয়ারবাডটি কিনলে আপনি 250 টাকার ছাড় পেয়ে যাবেন। এছাড়াও কিছু ব্যাঙ্ক অফারও পাবেন।
চলুন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক:
1,499 টাকার এই ইয়ারবাডে আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) পেয়ে যাবেন। এটি কোম্পানির প্রথম ইয়ারবাড, যাতে ANC-এর সাপোর্ট দেওয়া হয়েছে। গেমিংয়ের জন্য এটির 60ms-এর কম লেটেন্সি রয়েছে। এর কলিং ফিচারেও আপনি ANC পেয়ে যাবেন। এছাড়াও কল করার জন্য ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে। এবার প্রশ্ন হল আপনি কতক্ষণ এই ইয়ারবাডটি চালাতে পারবেন। কোম্পানির দাবি, এতে 22 ঘন্টা ব্যাকআপ পাবেন। এছাড়াও টাচ কন্ট্রোলের মতো ফিচারও পেয়ে যাবেন। এই ইয়ারবাডের আরও একটি দারুন ফিচার রয়েছে। তা হল চার্জিং কেস খোলার সঙ্গে সঙ্গেই বাডগুলি ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে যাবে।