ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম ১২, কতটা পকেট ফ্রেন্ডলি এই মডেল?

Sohini chakrabarty |

Mar 11, 2021 | 3:49 PM

ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম ১২, কতটা পকেট ফ্রেন্ডলি এই মডেল?
ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম ১২। 6,000mAh ব্যাটারির এই মডেলে রয়েছে Samsung Exynos 850 SoC। ফোনের ব্যাকসাইড অর্থাৎ পিছনের দিকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। একটি স্কোয়ার বা চৌকো শেপের বাক্সের মধ্যে রয়েছে পুরো ক্যামেরা সেটআপ। ফোনের পিছনে বাঁদিকে উপরের কোণে রয়েছে এই ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর। এই মডেলে রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক এবং সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

আরও পড়ুন- স্যামসাং কার্নিভাল: গ্যালাক্সি ‘এম’ সিরিজের চারটি ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম ১২- র দাম কত?

এই মডেলের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৪৯৯ টাকা। Attractive Black, Elegant Blue, Trendy Emerald Green— এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে স্যামসাংয়ের এই ফোন। অ্যামাজনের পাশাপাশি Samsung.com এবং অন্যান্য রিটেল স্টোর (সিলেক্টিভ) ১৮ মার্চ থেকে এই ফোন পাওয়া যাবে। অ্যামাজনে থাকবে স্পেশ্যাল অফার। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে ফোন কিনলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

স্পেসিফিকেশন বা বিশেষ ফিচার-

১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

২। এক্সপ্যান্ডেবল স্টোরেজের স্বার্থে এই মডেলে থাকছে একটি মাইক্রো এসডি কার্ডের স্লট। সেখানে ১ টিবি পরযযন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।

৩। ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪। এই মডেলে ৪জি নেটওয়ার্ক পরিষেবার সঙ্গে থাকছে ওয়াই ফাই 802.11 b/g/n, ব্লুটুথ 5.0, GPS/ A-GPS, ইউএসবি টাইপ সি— এই সমস্ত ফিচার। ফোনের ওজন ২২১ গ্রাম।

Next Article