Drummer Robots: রান্নাবান্না, কাপড় কাচার পর এবার আপনার ব্যান্ডে ড্রামও বাজাবে রোবট!

Dec 16, 2022 | 2:33 PM

Xiaomi Robot: শুধু সাধারণ ড্রাম না, প্যাডেল-চালিত ড্রামও বাজাতে সক্ষম এই রোবট, এমনই দাবি কর্মকর্তাদের। বিজ্ঞানীদের মতে, প্যাডেল-যুক্ত ড্রাম বাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ শরীরকেই একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে ফেলতে হবে সাইবারওয়ানকে...

Drummer Robots: রান্নাবান্না, কাপড় কাচার পর এবার আপনার ব্যান্ডে ড্রামও বাজাবে রোবট!
Humanoid Robot playing Drum.

Follow Us

AI Robots: মানুষের মতো চিন্তা করাটা বাদ দিলে প্রায় সবদিক থেকেই জগতের সবচেয়ে শক্তিশালী জীবের সমতুল্য হওয়ার চেষ্টায় এআই (AI)। বর্তমানে রোবোটিক্স (Robotics) যখন উন্নতির শীর্ষে, তখন এমন কোনও কাজই নেই যা রোবটকে (Robot) দিয়ে করানোর চেষ্টায় মজে থাকেন না গবেষকরা। তালিকায় নবতম সংযোজন ‘ড্রাম’। হ্যাঁ, আপনার বাড়ির যাবতীয় কাজ সারার পর হয়তো একদিন বাংলা ব্যান্ডের গানের তালে-তালে ড্রাম বাজাবে বাড়ির রোবট!

চলতি বছরের অগস্টে চিনা টেক জায়ান্ট (Chinese Tech Giant) শাওমি (Xiaomi) এমন এক মানবসদৃশ রোবটের কথা ঘোষণা করে, যে ড্রাম বাজাতে সক্ষম। মোবাইল, স্মার্ট ডিভাইস ছেড়ে কি না ড্রামার রোবট? এহেন ঘোষণাকে বিশেষজ্ঞরা ‘হঠকারী’ বলে দাগিয়ে দিলেও নিজেদের প্রমাণ করতে বদ্ধপরিকর ছিল শাওমি। সেই মতো বাজারে প্রথম প্রোটোটাইপ (Prototype) নিয়ে এল শাওমি।

সাইবারওয়ান (CyberOne) নামক এই হিউম্যানয়েড রোবট ড্রাম বাজাতে পারে, তবে মানুষের সৃষ্টিশীলতাকে ছুঁতে যে এর এখনও ঢের দেরি, তা স্পষ্টতই জানিয়েছেন শাওমি কর্তারা। প্রজেক্টের দায়িত্বে থাকা কমকর্তাদের মতে, ‘মানুষ ভিন্ন-ভিন্ন ভূমিকায় রোবটদের দেখতে চায়। আর তাই-ই আমাদের এই প্রচেষ্টা।’

শুধু সাধারণ ড্রাম না, প্যাডেল-চালিত ড্রামও বাজাতে সক্ষম এই রোবট, এমনই দাবি কর্মকর্তাদের। বিজ্ঞানীদের মতে, প্যাডেল-যুক্ত ড্রাম বাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ শরীরকেই একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে ফেলতে হবে সাইবারওয়ানকে। “আপাতত এই রোবট আমাদের সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের সীমা নির্ধারণে সহায়তা করবে। আগামীতে আর কোন-কোন বাদ্যযন্ত্র বাজাতে পারবে পরবর্তী প্রজন্মের সাইবারওয়ান, অবশ্যই তা আমরা ভেবে দেখব”, সংবাদমাধ্যমকে বলেছেন গবেষণার দায়িত্বে থাকা এক বিজ্ঞানী।

‘নির্ভানা’ ব্যান্ডের ডেভ গ্রাউল হোক বা ‘পিঙ্ক ফ্লয়েড’-এর নিক ম্যাসন, ড্রামার হিসাবে জগৎজোড়া খ্যাতি এই ব্যক্তিত্বদের। শাওমির ড্রামার রোবটের নাম সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ড্রামারদের সঙ্গে আনকোরা রোবটের তুলনা করে চলছে ট্রোল। আপাতত যাত্রা শুরু করেছে সাইবারওয়ান। আগামীতে যে আরও অনেক কিছুই শেখা বাকি AI রোবটের, তা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরাই। তবে ড্রাম বাজানোর ক্ষেত্রে হাত বাড়িয়ে বাদ্যযন্ত্রের সকল অংশ ছুঁতে যে সমস্যায় পড়তে হয় ড্রামারদের, সাইবারওয়ান সেই সমস্যা কীভাবে এড়িয়ে যায়, তাই-ই এখন দেখার।

Next Article