Chandrayaan 3: GPS ছাড়াই মহাশূন্যে নিজের পথ খুঁজে নিচ্ছে চন্দ্রযান-3, কিন্তু কীভাবে? গন্তব্যে যেতে গাইড করছে কে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 30, 2023 | 4:38 PM

Chandrayaan 3 Journey: চন্দ্রযান-3 কীভাবে এগোচ্ছে? কীভাবে ISRO যানটির প্রতি মুহূর্তের খবর পাচ্ছে? কীভাবে তাঁরা জানছে যে, যানটি সেই পথেই এগোবে, এমনকী সেই দিনেই এগোবে? চন্দ্রযান-3 কি মেরু নক্ষত্রের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে নাকি অন্য কোনও প্রযুক্তির সাহায্য নিচ্ছে?

Chandrayaan 3: GPS ছাড়াই মহাশূন্যে নিজের পথ খুঁজে নিচ্ছে চন্দ্রযান-3, কিন্তু কীভাবে? গন্তব্যে যেতে গাইড করছে কে?

Follow Us

Chandrayaan 3 Update: দিনটা ছিল 14 জুলাই। একটা আশার আলোর দিকে তাকিয়েছিল গোটা দেশ। ইসরোর কার্যকলাপে নজর ছিল বিশ্বের তাবড় তাবড় দেশের। চন্দ্রযান-3 দেশের এতদিনের আক্ষেপ-আফসোস মেটাবে, এই আশা নিয়ে দেশবাসী মজেছিল কাউন্টডাউনে। তারপর রকেটের গতিতে চাঁদের উদ্দেশে যাত্রা। শ্রীহরিকোটা থেকে সফল উড়ানের কয়েক মুহূর্ত পরেই পৃথিবীর পাশের কক্ষপথে সফলভাবে পৌঁছে যায় চন্দ্রযান-3। তারপর প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। চন্দ্রযান-3 তার পথে সফলভাবে অগ্রসর হচ্ছে। 25 জুলাই সে তার কক্ষপথ পরিবর্তন করেছে। আগামী 1 অগাস্ট চন্দ্রযানটি ধীরে ধীরে চাঁদের মহাকর্ষীয় কক্ষপথে প্রবেশ করবে।

এখন প্রশ্ন হল চন্দ্রযান-3 কীভাবে এগোচ্ছে? কীভাবে ISRO যানটির প্রতি মুহূর্তের খবর পাচ্ছে? কীভাবে তাঁরা জানছে যে, যানটি সেই পথেই এগোবে, এমনকী সেই দিনেই এগোবে? চন্দ্রযান-3 কি মেরু নক্ষত্রের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে নাকি অন্য কোনও প্রযুক্তির সাহায্য নিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই প্রতিবেদনে।

তাহলে কি জিপিএস সিস্টেম (GPS) লাগানো আছে?

বর্তমানে চন্দ্রযান 236 কিলোমিটার কক্ষপথে পৃথিবী থেকে 1,27,609 কিলোমিটার দূরে রয়েছে। প্রশ্ন হল এই সব তথ্য ISRO-র বিজ্ঞানীরা পাচ্ছেন কীভাবে? তাহলে কি জিপিএস সিস্টেম (GPS) লাগানো আছে? এর উত্তর হবে ‘না’। মহাকাশে জিপিএস কাজ করে না। আসলে যে কোনও মহাকাশযান স্টার সেন্সর (একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস, যা যানটিকে ট্র্যাক করে) দিয়ে তৈরি হয়। চন্দ্রযান-3-এও অনেক স্টার সেন্সর রয়েছে, যার সাহায্যে মহাকাশের দিক, যানটিকে কোন পথে যেতে হবে, যানটি কত দূর গিয়েছে, তা জানা যায়।

স্টার সেন্সর কীভাবে কাজ করে?

অনেকেই জানেন ধ্রুবতারা এবং সুর্য তাদের জায়গায় স্থির। ধ্রুব তারা যাকে মেরু নক্ষত্রও বলা হয়, সেটি সর্বদা উত্তর দিকে থাকে এবং এর মাধ্যমে বাকি দিকগুলি নির্ণয় করা যায়। মহাকাশযানটির সেন্সর দিনের বেলা সূর্য এবং রাতে মেরু নক্ষত্রের সাহায্যে এগিয়ে যায়।

মহাকাশযানটি কোন দিন কোথায় থাকবে?

  • 1 আগস্ট চন্দ্রযান লুনার ট্রান্সফার ট্রাজেক্টরিতে প্রবেশ করবে। পৃথিবীর কক্ষপথ আর চাঁদের কক্ষপথের মাঝের রাস্তাটির নাম লুনার ট্রান্সফার ট্রাজেক্টরি।
  • 5 আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। অর্থাৎ চাঁদের প্রথম কক্ষপথে থাকবে।
  • 6 আগস্ট যানটি চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করবে।
  • 9 আগস্ট ও 14 আগস্ট তৃতীয় ও চতুর্থ কক্ষপথে ঢুকবে।
  • 16 আগস্ট পঞ্চম কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-3।
  • 17 আগস্ট প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউলটি যান থেকে আলাদা হবে।
Next Article