Chandrayaan 3: রাত পোহালেই চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-3, কোথায় ও কখন লাইভ দেখবেন?

Chandrayaan 3 Update: মিশনটি সফলভাবে করার জন্য যা যা টেস্টের প্রয়োজন ছিল, সব কিছুই করা হয়েছে। মিশনটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 14 জুলাই দুপুর 2:35 মিনিটে লঞ্চ ভেহিকেল মার্ক III (LVM3) থেকে উৎক্ষেপন করা হবে।

Chandrayaan 3: রাত পোহালেই চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-3, কোথায় ও কখন লাইভ দেখবেন?

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 13, 2023 | 2:57 PM

Chandrayaan 3 Live Stream: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO (Indian Space Research Organization) চন্দ্রযান-2-এর ব্যর্থতার 5 বছর পরে ফের চাঁদে অবতরণের জন্য প্রস্তুত। প্রত্যাশা মতোই চন্দ্রযান-3 (Chandrayaan 3) 14 জুলাই 2023 তারিখে অর্থাৎ শুক্রবার দুপুর 2.35 নাগাদ যাত্রা শুরু করবে। দেশের পাশাপাশি এখন গোটা বিশ্বের নজরও ভারতের এই মিশনের দিকে। চন্দ্রযান-3 এর রোভার চাঁদে ল্যান্ড করতে সফল হলে এক বিরাট ইতিহাস তৈরি হবে। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারত হবে চতুর্থ দেশ, যাদের ল্যান্ডার সফলভাবে চাঁদে পৌঁছবে। তবে এই দেশগুলি যে সহজেই এই সাফল্য অর্জন করেছে, তা নয়। অনেক দেশ চাঁদে তাদের মিশন পাঠিয়েছে, কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয়েছে। ভারতও সেই তালিকায় রয়েছে। এর আগে 7 সেপ্টেম্বর, 2019, ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন ‘চন্দ্রযান-2’ চন্দ্রপৃষ্ঠে সঠিকভাবে অবতরণ করতে পারেনি। এটি চাঁদের পৃষ্ঠের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। এটি যখন চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে যাচ্ছিল, তখন ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার সেই প্রচেষ্টা আবারও করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

চন্দ্রযান-3 মিশনের কাউন্টডাউন শুরু:

চন্দ্রযান-3 উৎক্ষেপণ নিয়ে তথ্য দিয়েছে ISRO। জাতীয় মহাকাশ সংস্থা একটি টুইট বার্তায় জানিয়েছে, চন্দ্রযান-3 উৎক্ষেপনের জন্য একেবারে প্রস্তুত। মিশনটি সফলভাবে করার জন্য যা যা পরীক্ষার প্রয়োজন ছিল, সব কিছুই করা হয়েছে। মিশনটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 14 জুলাই দুপুর 2:35 মিনিটে লঞ্চ ভেহিকেল মার্ক III (LVM3) থেকে উৎক্ষেপণ করা হবে। ISRO-র মতে প্রোপেলান্ট মডিউল ‘ল্যান্ডার’ এবং ‘রোভার’কে 100 কিলোমিটার পর্যন্ত চন্দ্র কক্ষপথে চালিত করবে। এতে, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর মেরু পরিমাপ করার জন্য একটি ‘স্পেকট্রো-পোলারিমেট্রি’ পেলোডও যুক্ত করা হয়েছে। পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ 84 হাজার কিলোমিটার দূরে নিয়ে যাবে চন্দ্রযান-3 মহাকাশযান।

চন্দ্রযান-3 উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

বিরাট ঘটনার সাক্ষী থাকবে সমগ্র দেশবাসী। তার জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করছে ISRO। আপনি ISRO-এর ইউটিউব চ্যানেল ও টুইটারে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। নোটিফিকেশন অন করে রাখলেই আগে থেকে অ্যালার্ট চলে আসবে আপনার ফোনে। আর টিভিতে দেখতে চাইলে তার সুবিধাও পাবেন। দুরদর্শন চ্যানেলে লাইভ দেখানো হবে।

এর আগে এই দেশগুলি মিশন পাঠিয়েছে:

চাঁদে এখনও পর্যন্ত মোট 110টি মিশন হয়েছে, যার মধ্যে 42টি ব্যর্থ হয়েছে। চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য 38টি প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু মাত্র 52 শতাংশ প্রচেষ্টা সফল হয়েছে। ভারতের আগে 6টি দেশ বা সংস্থা চাঁদে তাদের যান পাঠিয়েছে। কিন্তু বেশিরভাগই সফলতা পায়নি। এর মধ্যে রয়েছে আমেরিকা, চিন, ভারত, জাপান, ইসরায়েল, রাশিয়ার মতো দেশ।

আমেরিকা 17 আগস্ট 1958 থেকে 14 ডিসেম্বর 1972 পর্যন্ত 31টি মিশন পাঠিয়েছিল। এর মধ্যে 17টি মিশন ব্যর্থ হয়েছে। আমেরিকার মিশন 45.17 শতাংশ সফল হয়েছিল। আর রাশিয়া সাফল্য পেয়েছে মাত্র 21.21 শতাংশ। রাশিয়া 23 সেপ্টেম্বর 1958 থেকে 9 আগস্ট 1976 পর্যন্ত 33টি মিশন পাঠিয়েছিল। কিন্তু তিনি 26 বার ব্যর্থ হয়েছেন। ইসরাইল 22 ফেব্রুয়ারি 2019 তারিখে চন্দ্র মহাকাশযান উৎক্ষেপণ করে। কিন্তু তা ব্যর্থ হয়। 1990 সালের জানুয়ারিতে, আমেরিকা-রাশিয়া ছাড়াও, জাপান চাঁদে একটি মিশন পাঠানোর জন্য বিশ্বের তৃতীয় দেশ হয়ে ওঠে। কিন্তু তাও অসফল হয়।