AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন দিয়ে চাঁদের মাটি খুঁড়েই চলেছে কুকুর, গুপ্তধনের খোঁজ মিলল নাকি?

Dog Digging Ground On Moon: 1957-তে লাইকা নামের একটি কুকুরকে পাঠানো হয়েছিল মহাকাশে। বর্তমানে একটি কুকুরকে চাঁদের মাটি খুঁড়তে দেখা গেল। আর তারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।

মন দিয়ে চাঁদের মাটি খুঁড়েই চলেছে কুকুর, গুপ্তধনের খোঁজ মিলল নাকি?
| Updated on: Dec 27, 2023 | 6:45 PM
Share

চাঁদের মাটিতে একটি কুকুর। আপনার নিশ্চয়ই 1957 সালে মহাকাশে পাঠানো লাইকা নামের কুকুরটির কথা মনে পড়ে গেল? না, এ কিন্তু লাইকা নয়। তাহলে কে? গেল কীভাবে চাঁদে? এসবই ভাবছেন তো? 20শে জুলাই 1969, কী হয়েছিল মনে আছে? এই দিনে মহাকাশের জগতে ইতিহাস সৃষ্টি হয়। আমেরিকার নিল আর্মস্ট্রং চাঁদে পা রেখেছিলেন এবং তিনিই ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি চাঁদে গিয়েছিলেন। এখনও পর্যন্ত মোট 12 জন চাঁদে গিয়েছেন, যার মধ্যে আর্মস্ট্রং ছাড়াও রয়েছেন বাজ অলড্রিন, পিট কনরাড, অ্যালান বিন এবং অ্যালান শেপার্ড প্রমুখ।

1957-তে লাইকা নামের একটি কুকুরকে পাঠানো হয়েছিল মহাকাশে। বর্তমানে একটি কুকুরকে চাঁদের মাটি খুঁড়তে দেখা গেল। আর তারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। কুকুরটিকে চাঁদের মাটিতে দেখলে আপনারও চোখ কপালে উঠবে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি কুকুর চাঁদের মাটি খুঁড়ছে। এমনকি সেখান থেকে পৃথিবীকেও দিব্যি দেখা যাচ্ছে। ভাবছেন তো, হঠাৎ কোন দেশ এই কুকুর পাঠালো? কী করেই বা সে এভাবে চাঁদের মাটিতে বিচরণ করছে। এই সব প্রশ্নের উত্তর একটাই। তা হল এডিটিং। ভিডিয়োটিতে আপনি যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন, তা এডিট করা হয়েছে। কারণ চাঁদে হাওয়া নেই, তাই সেখানে কোনও প্রাণী শ্বাস নিতে পারবে না। আর এদিকে কি না কুকুরটি মাস্ক ছাড়াই খুঁড়ে চলেছে চাঁদের মাটি!

মানুষ এই মজার ভিডিয়োটি খুব পছন্দ করছে। এটি @soraotobitai777 আইডি সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মজার এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 50 লাখের বেশি ভিউ হয়েছে। আর 40 হাজারের বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কমেন্টও করেছেন। কেউ রসিকতা করে বলছেন যে “আর্মস্ট্রং বোধ হয় এই কুকুরটিকে চাঁদে ছেড়ে গিয়েছেন।” আরও এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “এসব ফুটেজ NASA কখনও দেখাবে না। গোপন করেই রেখে দেবে।”