এ কী! দূরে ওটা কী দেখা যাচ্ছে? ডাইনোসর নাকি? নাহ্! এখন থেকে প্রায় ছয় কোটি 60 লাখ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীরা হঠাৎ কীভাবে ফিরে আসবে? তবে অস্বাভাবিক কিন্তু কিছুই নয়। বিজ্ঞানীরা একের পর এক গবেষণায় দেখেছেন যে, ডাইনোসর আবারও ফিরে আসতে চলেছে পৃথিবীতে। কিন্তু দূরে যে ছোট্ট প্রাণীটিকে দেখা যাচ্ছে, তা কী তবে ডাইনোসর? ভাবছেন তো ব্যাপারটা ঠিক কী হল। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি আজব প্রাণীর ভিডিয়ো আপনাকে ডাইনোসরের কথাই মনে করিয়ে দেবে। ভিডিয়োটিতে যে অদ্ভুত প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, সেটি একটি টিকটিকি (Lizard)।
ছোট প্রজাতির ডাইনোসর?
ভিডিয়োর শুরুতেই একটি অদ্ভুত চেহারার টিকটিকি একজন ব্যক্তির পিছনে দৌড়ে যাচ্ছে। ব্যক্তিটি যত বেশি তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, ততই সে তার কাছাকাছি চলে আসে। তারপর সে হঠাৎ লাফিয়ে তার পা জড়িয়ে ধরে ঝুলে পড়ে। এই অদ্ভুত টিকটিকিটির নাম ‘ফ্রিলড নেক লিজার্ড’, যা ফ্রিলড ড্রাগন বা ড্রাগন লিজার্ড নামেও পরিচিত। এটি তার ঘাড়ের চারপাশের চামড়া এমনভাবে প্রসারিত করে যে এটি অন্য বিশ্বের প্রাণীর মতো দেখায়। কেউ কেউ একে ছোট প্রজাতির ডাইনোসরও বলে থাকেন।
কেন এভাবে ঘাড়ের চারপাশের চামড়া ফুলিয়ে ফেলে?
বিজ্ঞানীদের মতে, এই প্রাণীটি আকারে বেশ ছোট। দূর থেকে দেখলে যে কেউই ছোট প্রজাতির ডাইনোসর ভেবে ভুল করবে। এই প্রজাতির টিকটিকি তার ঘাড়ের চারপাশের চামড়া ফুলিয়ে ফেলে। আর তার কারণ হল, তারা এভাবে শিকারীদের ভয় দেখানোর চেষ্টা করে। এই চামড়া ফুলিয়েই তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
ভিডিয়োটি কোথা কার?
ড্রাগন টিকটিকির এই ভিডিয়োটি অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে। এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আর্থপিক্স নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 2.6 মিলিয়ন অর্থাৎ 26 লাখ বার ভিউ হয়েছে। অন্যদিকে 60 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।