River Dried Up: চরম গরমে শুকিয়ে গেল এই বিশাল নদী, বন্ধ ক্রুজ-জাহাজ; আসছে আরও বিপদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 27, 2023 | 3:57 PM

Climate Change Effects: ইতালির বৃহত্তম নদী পো, 2022 সাল থেকেই শুকোতে শুরু করেছে। ইতিমধ্য়েই নদীর 75 শতাংশ থেকে জল শেষ হয়ে গিয়েছে। গ্রীষ্মে এটির অবস্থা আরও খারাপ হয়ে যায়।

River Dried Up: চরম গরমে শুকিয়ে গেল এই বিশাল নদী, বন্ধ ক্রুজ-জাহাজ; আসছে আরও বিপদ

Follow Us

Italy’s largest River Dried Up: পরিবেশের ভয়ানক অবস্থা নিয়ে বিজ্ঞানীরা বহুবার সতর্ক করেছেন। বিভিন্ন ঘটনাকে তুলে ধরার পরেও মানুষ কোনওভাবেই সতর্ক হয়নি। আর এর ফলস্বরূপ একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে চলেছে পৃথিবী জুড়ে। আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে প্রতিটি দেশেই কোথাও চরম খরা, কোথাও ভয়াবহ বন্যা হয়েই চলেছে! আবারও একটি ভয়ঙ্কর ঘটনা সামনে আনলেন বিজ্ঞানীরা। ইতালির বৃহত্তম নদী পো, 2022 সাল থেকেই শুকোতে শুরু করেছে। ইতিমধ্য়েই নদীর 75 শতাংশ থেকে জল শেষ হয়ে গিয়েছে। গ্রীষ্মে এটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। বোলজানো ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে যে, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে এমনটি ঘটছে। কিন্তু তাও কোনওভাবেই সতর্ক না মানুষ। সংস্থাটি বলছে, এই খরার কারণে ভয়াবহ আকার ধারণ করতে পারে পুরো এলাকায়। পো নদী তার গতিপথ বদলাতে পারে। বর্তমানে পো নদীতে ক্রুজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন গিউলিয়ানো ল্যান্ডিনি বলেন, “নদীতে এখন আমাদের কোনও ক্রুজ-এর বুকিং নেই। আমরা সবকিছু বাতিল করেছি। জল থাকলে ক্রুজটা চালাতে মজার হত। জল ছাড়া ক্রুজ চালানো বিপজ্জনক হয়ে পড়েছে।”

বর্তমানে সেখানকার পরিস্থিতি কী?

বোরেটো ব্রিজের নীচে স্ট্রাদিভারি শিপ ডকের চারপাশে শুধু বালি অবশিষ্ট আছে। নদী প্রায় বিলীন হয়ে গিয়েছে। 196 ফুট দীর্ঘ ক্রুজ যেটিতে 400 জন মানুষ নদীতে যাতায়াত করত। সে এখন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। বর্তমানে নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে 92 হাজার গ্যালন, যা 2022-এর জুনের তুলনায় কম। গত বছরের (2022) জুনে সেখানকার আবহাওয়া ছিল সবচেয়ে উষ্ণ। 70 বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা এখানে দেখা গিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। শীঘ্রই বৃষ্টি না হলে গ্রীষ্মকালে এই নদী পুরো শুকিয়ে যাবে। এতে সেখানের মানুষের চলাচলে অসুবিধা হবে। পো নদীর দৈর্ঘ্য 652 কিমি। এটি উত্তর-পশ্চিমের তুরিন শহর থেকে ভেনিসের পূর্ব উপকূল পর্যন্ত যায়। খরা এতটাই ভয়বহ আকার ধারণ করেছে যে, একটি 652 কিমি নদী শুকিয়ে যাচ্ছে।

এই নদীর চারপাশে অনেক বেশি ঘনবসতি রয়েছে। এলাকায় অনেক শিল্প আছে। এর পাশাপাশি এই নদীর তীরে দেশের সবচেয়ে বেশি আবাদি এলাকা রয়েছে। যাকে ইতালির ফুড ভ্যালি বলা হয়। এ নদী থেকে মাছের ব্যবসাও হতো। এখন সেটাও কমে গিয়েছে। এভাবে চলতে থাকলে ওখান মানুষেরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

Next Article