Japan’s Moon Mission: বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠাল জাপান, অবতরণ করবে কবে?

Japan Moon Sniper Misson: জাপান সফল হলে চাঁদে যাওয়া দেশগুলির মধ্যে পঞ্চম দেশ হবে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-র মতে, SLIM-এর লক্ষ্য হল ছোটো জায়গা জুড়ে চাঁদে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা। এই মিশনের লক্ষ্য ছিল, এমন যন্ত্র তৈরি করা, যার ক্ষমতা বেশি।

Japans Moon Mission: বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠাল জাপান, অবতরণ করবে কবে?

| Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 07, 2023 | 2:54 PM

SLIM নামে নিজস্ব মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে জাপান। মহাকাশযানটি 7 সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সকাল 8.42 নাগাদ উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের H2A রকেটের সঙ্গে যুক্ত, যা তানেগাশিমা স্পেস সেন্টার থেকে পাঠানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এটি নির্ধারিত সময়ের চেয়ে 10 দিন পরে লঞ্চ করা হয়েছে। এছাড়াও একটি মহাকাশ টেলিস্কোপও পাঠাচ্ছে জাপান। উভয় মহাকাশযান এক ঘণ্টার মধ্যে তাদের নির্ধারিত কক্ষপথে পথে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (SLIM) চার মাস পর চাঁদে অবতরণ করবে।

জাপান সফল হলে চাঁদে যাওয়া দেশগুলির মধ্যে পঞ্চম দেশ হবে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA)-র মতে, SLIM-এর লক্ষ্য হল ছোটো জায়গা জুড়ে চাঁদে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা। এই মিশনের লক্ষ্য ছিল, এমন যন্ত্র তৈরি করা, যার ক্ষমতা বেশি। কিন্তু আকার ও ওজনে ছোটো। যাতে সেটিকে সৌরজগতের অন্যান্য মিশন পরিচালনায় কাজ করবে। আর SLIM-কে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে।

পৌঁছাতে সময় লাগবে চার মাস:

SLIM একটি ছোটো মহাকাশযান, যার উচ্চতা 2.4 মিটার, দৈর্ঘ্য 2.7 মিটার এবং প্রস্থ 1.7 মিটার। টেক অফের সময় এর ওজন ছিল 700 কেজি। কিন্তু এর ওজনের 70 শতাংশই ছিল জ্বালানি। SLIM-এর ওজন চন্দ্রযানের তুলনায় অনেক কম। চন্দ্রযানের মোট ওজন ছিল 3900 কেজি। যার মধ্যে রয়েছে 2148 কেজি প্রোপালশন মডিউল, 1752 ল্যান্ডার এবং 26 কেজি রোভার। SLIM-এর চাঁদের চন্দ্র কক্ষপথে পৌঁছাতে তিন থেকে চার মাস সময় লাগবে।

চাঁদের ঠিক কোন জায়গায় অবতরণ করবে ল্যান্ডার?

চাঁদের কক্ষপথে পৌঁছানোর পরও তা তখনই অবতরণ করবে না। এটি এক থেকে দুই মাস চন্দ্রপৃষ্ঠের উপর নজর রাখবে। অর্থাৎ, সেখান থেকে শুরু হবে SLIM-এর নজরদারী। তারপরে এটি শিওলি ক্রেটারের ভিতরে অবতরণ করার চেষ্টা করবে। শিওলি ক্রেটার কী? এটি একটি 300-মিটার গভীর গর্ত, যা চাঁদের কাছাকাছি 13 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এই মিশনের সবচেয়ে বড় লক্ষ্য হল নির্দিষ্ট স্থানে অবতরণ করা। SLIM যানটি 100 মিটার এলাকায় অবতরণ করবে। এ কারণে একে স্নাইপারও বলা হচ্ছে। জাপানের এই সাফল্য নাসার চাঁদ অভিযানে বড় ভূমিকা রাখবে।