Deja vu: 23 টনের সুবিশাল চিনা রকেট পৃথিবীতেই ফিরছে, কেউ জানে না কোথায় পড়বে!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 03, 2022 | 6:25 PM

Long March 5B Falling Back To Earth: শেষমেশ পৃথিবীতেই ফিরে আসছে সেই Long March 5B চিনা রকেট, যেটি মেংটিয়ান মডিউলটিকে মহাকাশে নিয়ে গিয়েছিল। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, এই রকেটের মূল স্তরের একটি নিয়ন্ত্রিত ডিঅরবিট এখনও পর্যন্ত নিশ্চিত করেনি বেজিং।

Deja vu: 23 টনের সুবিশাল চিনা রকেট পৃথিবীতেই ফিরছে, কেউ জানে না কোথায় পড়বে!
সুবিশাল সেই রকেট ফিরে আসছে পৃথিবীতেই।

Follow Us

Chinese Rocket: শেষমেশ পৃথিবীতেই ফিরে আসছে সেই Long March 5B চিনা রকেট, যেটি মেংটিয়ান মডিউলটিকে মহাকাশে নিয়ে গিয়েছিল। নির্মাণাধীন মহাকাশ স্টেশনের সঙ্গে তৃতীয় মডিউলটি চালু এবং ডক করার কয়েক দিন পরেই রকেটটি পৃথিবীতে ফিরে আসছে। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, এই রকেটের মূল স্তরের একটি নিয়ন্ত্রিত ডিঅরবিট এখনও পর্যন্ত নিশ্চিত করেনি বেজিং। ফলে, 23 টন ওজনের এই সুবিশাল রকেটটি পৃথিবীতে কোথায় পড়বে, সে বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএসএমএ) উড়ন্ত পরীক্ষাগারের সমাপ্তি চিহ্নিত করে মেংটিয়ান মডিউল সহ লং মার্চ 5বি রকেটটি তিয়ানগং-এ উৎক্ষেপণ করেছে। রকেটটি গ্রহের দিকে একটি পথে রয়েছে, যেখানে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে বিধ্বস্ত এবং পুড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অতীতের অভিজ্ঞতাগুলি দেখিয়েছে যে কিছু অংশ ভূপৃষ্ঠে জ্বলন্ত পুনঃপ্রবেশের বিপর্যয় থেকে বেঁচে গিয়েছে।

“যাঁরা এটির পূর্ববর্তী সংস্করণগুলি ট্র্যাক করছেন তাঁদের জন্য: এখানে আমরা আবার যাচ্ছি। যদিও এর কারণে কাউকে তাঁদের জীবন পরিবর্তন করতে হবে না, বিশ্বের জনসংখ্যার 88 শতাংশ ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাই সাত বিলিয়ন মানুষের উপরেই বিপদের সম্ভাবনা রয়েছে,” স্পেস ডট কম দ্য অ্যারোস্পেস কর্পোরেশনের কর্পোরেট চিফ ইঞ্জিনিয়ার অফিসের পরামর্শক টেড মুয়েলহাউপ্টকে উদ্ধৃত করে বলেছে।

যদিও অ্যারোস্পেস কর্পোরেশনের বিশেষজ্ঞদের প্যানেল উল্লেখ করেছে যে, তারা ইভেন্টটিকে অতিরিক্ত হাইপিং করছে না। তারা আরও উল্লেখ করে বলছে, “একজন ব্যক্তির জন্য ঝুঁকি প্রতি 10 ট্রিলিয়নে ছয়টি। এটি সত্যিই একটি ছোট সংখ্যা।”

চলতি বছরের শুরুর দিকে লং মার্চ 5B-এর প্রথম পর্যায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে অনিয়ন্ত্রিত ভাবে পুনঃপ্রবেশ করেছিল। চিনা মহাকাশ স্টেশনের তিনটি মডিউলের মধ্যে দ্বিতীয়টি ওয়েন্টিয়ানের সঙ্গে রকেটটি মহাকাশে পাঠানোর প্রায় ছয় দিন পরে পুনরায় প্রবেশের ঘটনা ঘটে। যদিও চিন এই রকেটের মূল স্তরের অবতরণ সম্পর্কে কোনও তথ্য দেয়নি, এটি ভারত মহাসাগরের উপর দিয়ে নেমে এসেছে।

যদিও বেশিরভাগ রকেট বায়ুমণ্ডলে পুড়ে যায়। তবে বুস্টার এবং লঞ্চারগুলির অবশিষ্টাংশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে পাওয়া গিয়েছে। অতীতে পশ্চিম এশীয় দেশগুলি চীনকে অভিযুক্ত করেছে যে, তারা রকেট বিধ্বস্ত হওয়া এবং পুনরায় প্রবেশের পথ বা ধ্বংসাবশেষের মূল্যায়ন সম্পর্কে কখনও কোনও তথ্য জানায়নি।

NASA-র নেতৃত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পর তিয়াংগং হবে নিম্ন-পৃথিবী কক্ষপথে দ্বিতীয় স্থায়ীভাবে বসবাসকারী আউটপোস্ট। Tianhe, Wentian, এবং Mengtian ল্যাব মডিউলগুলি চিনা মহাকাশ স্টেশনের একটি মৌলিক T-আকৃতির কাঠামো তৈরি করবে।

তিয়াংগং মহাকাশ স্টেশন হল বেজিংয়ের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচির একটি রত্ন, যা মঙ্গল গ্রহ এবং চাঁদে রোবটিক রোভার অবতরণ করেছে এবং মানুষকে কক্ষপথে রাখার জন্য চিনকে একমাত্র তৃতীয় দেশ হিসেবে তুলে ধরেছে।

Next Article