Asteroid Alert: শুরু হয়ে গেল কাউন্টডাউন, কিছু সময় পরেই পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে বিশাল এক গ্রহাণু

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 22, 2023 | 12:15 PM

Asteroids Attacks: আজ অর্থাৎ 19 জুন এমনই বিপজ্জনক গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আর তাকে কেন্দ্র করেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

Asteroid Alert: শুরু হয়ে গেল কাউন্টডাউন, কিছু সময় পরেই পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে বিশাল এক গ্রহাণু

Follow Us

NASA News: কোনও গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে কতটা ধ্বংসলীলা ডেকে আনতে পারে, তা হয়তো আর বলার অপেক্ষা থাকে না। পৃথিবী থেকে ডায়নোসর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণটা জানেন তো? গ্রহাণু (Asteroid) আছড়ে পড়েই কিন্তু এমন বিপর্যয় এসেছিল। তবে তারপর থেকে বিজ্ঞানীরা সতর্ক করলেও তেমন বিরাট কোনও বিপর্যয় সৃষ্টি হয়নি। তাই বলে যে, একেবারেই পৃথিবী এই থেকে রেহাই পেয়েছে, তা কিন্তু একেবারেই নয়। বিগত কয়েক মাসে পৃথিবীর দিকে গ্রহাণুর আগমন অনেক বেড়েছে। আজ অর্থাৎ 19 জুন এমনই বিপজ্জনক গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আর তাকে কেন্দ্র করেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

NASA-র জেট প্রপালশন ল্যাবরেটরির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, দু’টি বড় শিলা আজ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। জেট প্রপালশন ল্যাবরেটরির মতে, আজই পৃথিবীর উপর নেমে আসতে পারে বিরাট কোনও বিপদ। তারা 110 ফুট পর্যন্ত 2টি গ্রহাণুর জন্য একটি সতর্কতা জারি করেছে। এর মধ্যে একটি গ্রহাণু 2023 LW। এটি একটি 100 ফুট গ্রহাণু, যা আজ পৃথিবীর খুব কাছাকাছি আসতে চলেছে। এটি একটি বড় বিমানের আকার। যদি এই বিশাল গ্রহাণুটির থেকে পৃথিবীর দূরত্ব থাকে 2,320,000 কিমি। তাহলেই বিপদের সম্ভাবনা রয়েছে। কারণ বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি নিকটতম বিন্দুকে অতিক্রম করে পৃথিবীর দিকে চলে আসবে।

এখানেই বিপদের শেষ নয়। এর সঙ্গে যোগ হয়েছে আরও একটি গ্রহাণু। সেটি হল Asteroid 2023 LV (Asteroid 2023 LV), যা 110 ফুটের একটি গ্রহাণু। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এটি পৃথিবী থেকে 4,550,000 কিলোমিটার দূরত্বে রয়েছে। এই দু’টি গ্রহাণুই বড় শিলার টুকরো। তারা নিজেদের কক্ষপথ থেকে সরে এসেছে। ফলে পৃথিবীর সবথেকে কাছে থাকায়, প্রথমে পৃথিবীকেই আক্রমণ করবে। নাসার জেপিএল (JPL) তার কক্ষপথ দেখিয়েছে। তাতে স্পষ্ট গ্রহাণুগুলির গতিপথ দেখা যাচ্ছে।

ছবিতে সাদা রঙের বৃত্তাকার কক্ষপথটি পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে চলেছে। নাসার নতে, 150 ফুটের চেয়ে বড় গ্রহাণু মানেই তা পৃথিবীর জন্য বিপজ্জনক। সে কারণে মহাকাশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত তাদের ওপর নজর রাখছেন। তবে এর গতিপথে কোনও পরিবর্তন হয় কিনা সেদিকেও নজর রাখছেন তাঁরা।

Next Article