James Web Space Telescope: অসীম এই মহাকাশে অগণিত মহাকাশীয় বস্তু রয়েছে, যার মধ্যে অল্প সংখ্যকের বিষয়ে এখনও পর্যন্ত জানা গিয়েছে। মহাকাশে বিজ্ঞানীরা 2022 সালে 200টি নতুন গ্রহ আবিষ্কার করেছেন। গত বছরের শুরুতে সৌরজগতের বাইরে আবিষ্কৃত গ্রহের মোট সংখ্যা পাঁচ হাজারেরও কম। কিন্তু বছরের শেষ দিকে এই সংখ্যা 5 হাজার 235টিতে পৌঁছিয়েছে। এটিকে মহাকাশবিজ্ঞানের ক্ষেত্রে বড় ধরনের আবিষ্কার বলা হচ্ছে। আর এর জন্য সবচেয়ে বড় কৃতিত্ব যায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (James Web Space Telescope)। এই টেলিস্কোপের কারণে গত এক বছরে আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেটের (গ্রহ) সংখ্যাটা এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। হাবল টেলিস্কোপের পর মহাকাশে পাঠানো এটিই সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এমনটাই জানাচ্ছে।
In 2022, we passed 5,000 confirmed exoplanets. It was a milestone decades in the making! Listen to the sounds and the pace of discovery. https://t.co/ZpRmd0nCJR pic.twitter.com/BPRJYafOxD
— NASA Exoplanets (@NASAExoplanets) December 30, 2022
NASA-এর মতে, “গত এক বছরে সৌরমণ্ডলের বাইরে 200টি গ্রহ পাওয়া গিয়েছে । 2022 সালের জুলাই মাসে প্রথম ছবি পাঠিয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। নাসা একটি টুইট করে জানিয়েছে, ‘আমরা 2022 সালে যখন এটা শুরু করেছিলাম, তখন শনাক্ত হওয়া গ্রহের সংখ্যা পাঁচ হাজারের কম ছিল। কিন্তু বছর শেষে তা 5 হাজার 235টিতে দাঁড়িয়েছে। এসব গ্রহের মধ্যে 4 শতাংশ পৃথিবী ও মঙ্গলের মতো পাথুরে।”
NASA টুইটে আরও জানিয়েছে, এক্সোপ্ল্যানেটের গঠনে অনেক বৈচিত্র্য রয়েছে। এর মধ্যে কিছু আকারে খুব ছোট, আবার কিছু দেখতে পৃথিবীর মতো এবং তাদের পৃষ্ঠে বালি এবং শিলাও পাওয়া গিয়েছে। 2022 সালে আবিষ্কৃত সর্বশেষ গ্রহটি দেখতে নেপচুনের মতো। এর নাম রাখা হয়েছে HD 109833 b। আবিষ্কার হওয়া এক্সোপ্ল্যানেটের মধ্যে জল থাকতে পারে এমনও অনুমান করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এছাড়াও 2022-এর জুলাই মাসে কার্যক্রম শুরুর পর জেমস ওয়েব টেলিস্কোপটি একের পর এক চমক দিয়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ তৈরিতে 10 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করছে টেলিস্কোপটি। এটি পৃথিবী থেকে 10 লাখ মাইল দূরে অবস্থিত।