ঘটনাটা 2022 সালের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি ছোট্ট টমেটো চাষ করে ফলিয়েছিলেন মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও। কিন্তু সেই টমেটো দুটিই পরে হারিয়ে যায়। সম্প্রতি মহাকাশ স্টেশনে হারিয়ে যাওয়া সেই টমেটো দুটি খোঁজ মেলে। NASA-র তরফ থেকে তার একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। একটি ছয় বেডরুমের কমপ্লেক্স থেকে টমেটো দুটি আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা সে সময় দেখতে পেয়েছিলেন, স্পেস স্টেশনে অনবোর্ড অবস্থায় 17 শতাংশ আর্দ্রতা কীভাবে জিপলক ব্যাগে থাকা খাবারকে প্রভাবিত করছে। ফ্র্যাঙ্ক রুবিও স্পেস স্টেশনে খাবার মজুত করে রেখেচিলেন, যা পরবর্তীতে ভেসে যায়।
14 ডিসেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার নাসার কর্মকর্তারা একটি আপডেট দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লেখেন, “টমেটোগুলি প্রাথমিক ভাবে অদৃশ্য হওয়ার এক বছরেরও বেশি সময় পরে একটি প্লাস্টিক ব্যাগে ডিহাইড্রেটড অবস্থায় পাওয়া যায়। টমেটো দুটি এক্কেবারে চুপসে গিয়েছে।” যদিও কোথা থেকে টমেটো দুটি পাওয়া গিয়েছে, তার যথাযথ লোকেশন নাসার তরফে জানানো হয়নি।
নাসা আরও যোগ করে বলছে, “টমেটো দুটি বিবর্ণ হয়ে গিয়েছে ঠিকই। তবে তাদের মধ্যে নতুন করে আর কোনও জীবাণু বা ছত্রাক জন্মায়নি এবং বৃদ্ধিও পায়নি।” রুবিও এর আগে একটি টমেটো হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এখন নাসা জানাল, 2022 সালে এক্সপোজ়ড্ রুট অন-অরবিট টেস্ট সিস্টেম বা XROOTS পরীক্ষার অংশ হিসেবে সেই টমেটোটি ব্যবহার করা হয়েছিল।
নাসার তরফ থেকে বলা হয়েছে, যে পরীক্ষাটি করা হয়েছিল সেটি হাইড্রোপনিক এবং এরোপনিক কৌশল ব্যবহার করে। উদ্ভিদের বৃদ্ধির মূল মাধ্যম মাটি বা অন্যান্য উপাদানের ঘাটতি থাকলে এই পদ্ধতি কাজে লাগানো হয়। এই কৌশলেই গাছ বড় হতে পারে এবং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান মিশনের জন্য বিশেষ করে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে এটি একটি উপযুক্ত সমাধান হতে পারে।
ফ্র্যাঙ্ক রুবিও প্রায় এক বছরেরও বেশি সময় ধরে স্পেস স্টেশনে থাকার পরে ফিরে এসেছিলেন। তাঁর জন্য এই টমেটো ফলানোর মুহূর্ত ছিল সত্যিই আনন্দের। তবে তা হারিয়ে যাওয়ার বিষয়টিও ছিল যথেষ্ট উদ্বেগের। নাসার তরফ থেকে সে সময়ই বলা হয়েছিল, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ফসল ফলানোর আসল কারণ ছিল হাইড্রোপনিক এবং এরোপনিক কৌশল। তারা আরও জানিয়েছে যে, চাঁদ ও মঙ্গলগ্রহে অনুসন্ধানের সময়ও ব্যবহার করা যেতে পারে এই কৌশলগুলি।
ঘটনাটা 2022 সালের। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি ছোট্ট টমেটো চাষ করে ফলিয়েছিলেন মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও। কিন্তু সেই টমেটো দুটিই পরে হারিয়ে যায়। সম্প্রতি মহাকাশ স্টেশনে হারিয়ে যাওয়া সেই টমেটো দুটি খোঁজ মেলে। NASA-র তরফ থেকে তার একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। একটি ছয় বেডরুমের কমপ্লেক্স থেকে টমেটো দুটি আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা সে সময় দেখতে পেয়েছিলেন, স্পেস স্টেশনে অনবোর্ড অবস্থায় 17 শতাংশ আর্দ্রতা কীভাবে জিপলক ব্যাগে থাকা খাবারকে প্রভাবিত করছে। ফ্র্যাঙ্ক রুবিও স্পেস স্টেশনে খাবার মজুত করে রেখেচিলেন, যা পরবর্তীতে ভেসে যায়।
14 ডিসেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার নাসার কর্মকর্তারা একটি আপডেট দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লেখেন, “টমেটোগুলি প্রাথমিক ভাবে অদৃশ্য হওয়ার এক বছরেরও বেশি সময় পরে একটি প্লাস্টিক ব্যাগে ডিহাইড্রেটড অবস্থায় পাওয়া যায়। টমেটো দুটি এক্কেবারে চুপসে গিয়েছে।” যদিও কোথা থেকে টমেটো দুটি পাওয়া গিয়েছে, তার যথাযথ লোকেশন নাসার তরফে জানানো হয়নি।
নাসা আরও যোগ করে বলছে, “টমেটো দুটি বিবর্ণ হয়ে গিয়েছে ঠিকই। তবে তাদের মধ্যে নতুন করে আর কোনও জীবাণু বা ছত্রাক জন্মায়নি এবং বৃদ্ধিও পায়নি।” রুবিও এর আগে একটি টমেটো হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এখন নাসা জানাল, 2022 সালে এক্সপোজ়ড্ রুট অন-অরবিট টেস্ট সিস্টেম বা XROOTS পরীক্ষার অংশ হিসেবে সেই টমেটোটি ব্যবহার করা হয়েছিল।
নাসার তরফ থেকে বলা হয়েছে, যে পরীক্ষাটি করা হয়েছিল সেটি হাইড্রোপনিক এবং এরোপনিক কৌশল ব্যবহার করে। উদ্ভিদের বৃদ্ধির মূল মাধ্যম মাটি বা অন্যান্য উপাদানের ঘাটতি থাকলে এই পদ্ধতি কাজে লাগানো হয়। এই কৌশলেই গাছ বড় হতে পারে এবং ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান মিশনের জন্য বিশেষ করে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে এটি একটি উপযুক্ত সমাধান হতে পারে।
ফ্র্যাঙ্ক রুবিও প্রায় এক বছরেরও বেশি সময় ধরে স্পেস স্টেশনে থাকার পরে ফিরে এসেছিলেন। তাঁর জন্য এই টমেটো ফলানোর মুহূর্ত ছিল সত্যিই আনন্দের। তবে তা হারিয়ে যাওয়ার বিষয়টিও ছিল যথেষ্ট উদ্বেগের। নাসার তরফ থেকে সে সময়ই বলা হয়েছিল, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ফসল ফলানোর আসল কারণ ছিল হাইড্রোপনিক এবং এরোপনিক কৌশল। তারা আরও জানিয়েছে যে, চাঁদ ও মঙ্গলগ্রহে অনুসন্ধানের সময়ও ব্যবহার করা যেতে পারে এই কৌশলগুলি।