আচ্ছা, এই পৃথিবী থেকে অনেক দূরে কোথাও যদি আপনার নামটা খোদাই করা থাকে, কেমন হয় বলুন তো! কিন্তু কে আপনি যে, আপনার নাম পৃথিবী থেকে অনেক দূরে লেখা হবে। পৃথিবীর কোথাও আপনার নাম লেখানোর সুযোগ পেলেন না, এখন পৃথিবীর বাইরে লেখাতে চাইছেন? আসলে ছাপোষা সাধারণ মানুষেরও তো অনেক কিছুই ইচ্ছে হয়। কিছু ইচ্ছের পূরণ হয়, আর কিছু ইচ্ছের কখনও পূরণ হয় না। খালি বয়ঃপ্রাপ্তিতে কোলের ছেলে বা নাতিকে তখন বলতে হয়, ‘আমারও ইচ্ছে ছিল একদিন…’! NASA আপনার ইচ্ছের মান্যতা দিতে চলেছে এবার। পৃথিবী থেকে অনেক দূরে আপনার নাম লেখানোর বন্দোবস্ত করেছে নাসা। এতটাই দূরে যে আপনি কল্পনাও করতে পারবেন না!
মার্কিন মহাকাশ সংস্থা নাসার এটি নতুন মিশন। এই মিশনে নাসা পৃথিবীর বহু মানুষকে কোটি-কোটি কিলোমিটার দূরে মহাকাশে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে। পৃথিবীর মানুষজনের সেই নামগুলো ইউরোপা ক্লিপার মহাকাশযানে অন্তর্ভুক্ত করা হবে। এই মহাকাশযানটি 2030 সালে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করতে পারে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে।
প্রকল্পের নাম ‘মেসেজ ইন আ বটল’। এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে যাঁরা নাম পাঠাতে চান, তাঁদের কোনও টাকা দিতে হবে না। নাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করে তাঁদের নাম পাঠাতে হবে। নাসা এ বিষয়ে ইতিমধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছে। সেখানে তারা লিখছে, ‘শেষ মুহূর্তের উপহার আপনাদের জন্য! আপনাদের নাম আমরা ইউরোপা ক্লিপার মহাকাশযানে করে নিয়ে যেতে চলেছি, যা 1.8 বিলিয়ন মাইল (2.9 বিলিয়ন কিমি) ভ্রমণ করবে।’
তবে এই সুযোগ কিন্তু বেশি দিন আপনি পাবেন না। 31 ডিসেম্বর পর্যন্ত অফারটি আপনি পাবেন। নাম পাঠানোর কাজটি খুবই সহজ। লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে নাম, ইমেল আইডি, দেশের নাম এবং পিন কোড দিয়ে দিতে হবে। শুধু তাই নয়। বলা হচ্ছে, বৃহস্পতির উদ্দেশ্যে পাড়ি দেওয়া সেই মহাকাশযানে আমেরিকান কবি ‘আডা লিমন’-এর একটি কবিতাও লেখা হবে। কবিতার শিরোনাম, ‘ইন প্রেজ অফ মিস্ট্রি: এ পোয়েম ফর ইউরোপা’।
তাই, পৃথিবী থেকে 290 কোটি কিলোমিটার দূরে আপনি যদি নিজের নাম লেখাতে চান, তাহলে আর দেরি না করে এখনই NASA-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।