আজ থেকে ঠিক 159 বছর পর অর্থাৎ 2182 সালে হঠাৎ একটি বিরাট গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীর উপর। এমনকি তারিখটাও বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, 24 সেপ্টেম্বরই (2182 সাল) নামবে এই বিরাট বিপদ। আর গ্রহাণুটি মোটেই আপনার কাছে অপরিচিত নয়। গ্রহাণু বেন্নুকে নিয়ে এখন আলোচনার শেষ নেই বৈজ্ঞানিক মহলে। যদিও সেই আলোচনার পেছনে দু’টি কারণ রয়েছে। প্রথম কারণ হল, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বেন্নু গ্রহাণুর একটি নমুনা এনেছে, যার ফলাফল 11 অক্টোবরের পরে প্রকাশ করা হবে। দ্বিতীয় কারণ হল, বেন্নু পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে। যদি পৃথিবীর সঙ্গে বেন্নুর সংঘর্ষ হয়, তবে তা থেকে প্রায় 1200 মেগাটন শক্তি নির্গত হবে। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীরা আর কী কী বিপদের কথা জানাচ্ছেন।
159 বছর পর পৃথিবীতে আঘাত হানবে বেন্নু:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এই বেন্নু গ্রহাণু নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছে। NASA-র মতে পৃথিবীর সঙ্গে বেন্নুর সংঘর্ষের সম্ভাবনা .036 শতাংশ। যাকে নগণ্য বলেও বিবেচনা করা যেতে পারে। তবে যদি সংঘর্ষ ঘটে, তাহলে পৃথিবীর উপর বিরাট বিপদ নেমে আসবে। অর্থার 159 বছর পর পৃথিবীকে বিধ্বংসী পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সবচেয়ে বড় কথা হল বেন্নু গ্রহাণুটি প্রতি 6 বছরে একবার করে পৃথিবীর খুব কাছ দিয়ে যায়। বেন্নু গ্রহাণুটিও 1999, 2005 এবং 2011 সালে পৃথিবীর কাছাকাছি এসে, গা ঘেঁসে চলে গিয়েছিল। NASA বেন্নুর আকার সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে। নাসার মতে, 1250 ফুট উঁচু। অর্থাৎ একটি 102 তলা বিল্ডিং-এর সমান।
বেন্নু নামটি কোথা থেকে এসেছে?
আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গ্রহাণুটির নাম বেন্নু হল কীভাবে? তবে নাসা এই প্রশ্নের উত্তর দিয়েছে। নাসার মতে, এটিকে 1999 সালে RQ 36 হিসাবে চিহ্নিত করা হয়েছিল। 2013 সালে এটির নামকরণ করা হয় বেন্নু, যা একটি মিশরীয় দেবতার নাম অনুসারে করা হয়েছে।