lunar eclipse 2023: আজ লক্ষ্মীপুজোর রাতেই চন্দ্রগ্রহণ, কখন কোন দিকে দেখবেন মহাজাগতিক দৃশ্য?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 28, 2023 | 11:55 AM

Partial Lunar Eclipse 2023: নজরকাড়া এই দৃশ্যের পিছনের বিজ্ঞান অনেক মানুষের কাছেই অজানা। চন্দ্রগ্রহণ ঠিক কী কারণে ঘটে? যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে যায়, যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে। একটি আংশিক গ্রহণের সময় চাঁদের কিছু অংশ কালো দেখায়, যখন সম্পূর্ণ গ্রহণের সময় চাঁদ কখনও কখনও লাল হয়ে যায়।

lunar eclipse 2023: আজ লক্ষ্মীপুজোর রাতেই চন্দ্রগ্রহণ, কখন কোন দিকে দেখবেন মহাজাগতিক দৃশ্য?

Follow Us

চলতি মাসের 14 তাখির, অর্থাৎ 14 অক্টোবর বিশ্বের অনেক জায়গায় সূর্যগ্রহণ হয়েছিল। তারপরে ঠিক 14 দিন পর অর্থাৎ আজ রাতে আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে। সেই সময় চাঁদ যেখানেই দিগন্তের উপরে থাকবে সেখানেই এই গ্রহণ দেখা যাবে। এর মধ্যে রয়েছে এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া। ভারতের বেশিরভাগ শহরেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাজধানী দিল্লিতে দক্ষিণ-পশ্চিম আকাশে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

অ্যাস্ট্রোনমি গাইড ইন দ্য স্কাই অনুসারে, দিল্লিতে সবচেয়ে বড় গ্রহণের সময় চাঁদ দিগন্তের প্রায় 62 ডিগ্রি উপরে থাকবে। ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে শনিবার রাত 1টা 05 মিনিটে। এই চন্দ্রগ্রহণ চলবে দুপুর 2টা 24 মিনিট পর্যন্ত। 1 ঘন্টা 19 মিনিট ধরে এই গ্রহণ চলবে। ভারতে চন্দ্রগ্রহণের সর্বোচ্চ প্রভাব পড়বে রাত 1টা 45 মিনিটে। এ সময় চাঁদের 12 শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে।

চন্দ্রগ্রহণের সময় ঠিক কী ঘটে?

নজরকাড়া এই দৃশ্যের পিছনের বিজ্ঞান অনেক মানুষের কাছেই অজানা। চন্দ্রগ্রহণ ঠিক কী কারণে ঘটে? যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে যায়, যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে। একটি আংশিক গ্রহণের সময় চাঁদের কিছু অংশ কালো দেখায়, যখন সম্পূর্ণ গ্রহণের সময় চাঁদ কখনও কখনও লাল হয়ে যায়।

পূর্ণ এবং আংশিক গ্রহণের মধ্যে কতটা পার্থক্য?

যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী অসম্পূর্ণভাবে দেখা যায়, তখন তাকে আংশিক গ্রহণ বলে। এর মানে হল যে চাঁদের শুধুমাত্র একটি অংশ পৃথিবীর পেনাম্বার মধ্য দিয়ে যাবে। একটি আংশিক গ্রহণের সময়, চাঁদের উপর একটি ছায়া বাড়তে থাকবে যতক্ষণ না এটি একদম শীর্ষে পৌঁছায়। পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে, সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এক বিন্দুতে থাকে। এটি একটি আংশিক গ্রহণ হিসাবে শুরু হয় তবে এর শীর্ষে পৃথিবীর ছায়া পুরো চাঁদকে ঢেকে দেয়।

Next Article