Perucetus Colossus Whale: বিজ্ঞানীরা প্রায়ই প্রাচীন কোনও জীবের জীবাশ্ম খুঁজে পান। আর সেই সঙ্গে শুরু হয় নতুন গবেষণা। সেই গবেষণার ফলাফলও মানুষকে অবাক করে। পেরুতে একটি বিশাল প্রাচীন তিমির জীবাশ্ম পাওয়া গিয়েছে। তার সেই জীবাশ্মকে ঘিরেই বেশ কয়েকদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে চলেছেন। তাঁরা জানিয়েছেন, এটিই বিশ্বের সবচেয়ে ভারী প্রাণী। তিরিশটি হাতির যা ওজন, তাই-ই হবে এই তিমি মাছটির ওজন। তিমিটির নাম পেরুসেটাস কলোসাস (Perucetus Colossus Whale)। সাধারণত পেরুতেই বসবাস করত তিমির এই প্রজাতিটি। ধীরে ধীরে পরিবেশের ক্রমাগত পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এই জীবাশ্মকে ঘিরে আর কী কী নতুন তথ্য জানতে পেরেছেন?
বিলুপ্ত পেরুসেটাস কলোসাস তিমির আনুমানিক ওজন 85 থেকে 340 মেট্রিক টন। এটি নীল তিমির সমান। এমনকী তার থেকেও বেশি। সম্প্রতি নেচার জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণার লেখক জিওভানি বিয়ানুচি এই সমস্ত তথ্য জানিয়েছেন।
জীবাশ্মটি কেমন অবস্থায় পাওয়া গিয়েছে?
পেরুসেটাসের আংশিক কঙ্কাল পাওয়া গিয়েছে। তাতে 13টি কশেরুকা (মেরুদণ্ডের অংশ), চারটি পাঁজর এবং একটি নিতম্বের হাড় ছিল, তা 17 থেকে 20 মিটার (55.8 থেকে 65.6 ফুট) লম্বা। গবেষণা অনুসারে, জীবাশ্মের নমুনাটি 25 মিটার (82 ফুট) লম্বা, একটি নীল তিমির চেয়ে ছোট। তবে এর কঙ্কালের ওজন যে কোনও নীল তিমির চেয়ে অনেক গুন বেশি। পেরুসেটাসের ওজন সম্ভবত নীল তিমির চেয়ে দুই থেকে তিনগুণ বেশি, যা সর্বোচ্চ 149.6 মেট্রিক টন।
পেরুসেটাস কত ভারী ছিল?
ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের আর্থ সায়েন্সেস বিভাগের একজন সহযোগী অধ্যাপক তিমিটির ওজন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন, পেরুসেটাসের ওজন মোটামুটি দু’টি নীল তিমি, তিনটি আর্জেন্টিনোসর (একটি দৈত্যাকার সরোপড ডাইনোসর), 30 টিরও বেশি আফ্রিকান বন্য হাতি এবং 5,000 জনেরও বেশি লোকের সমান। পেরুসেটাস সম্ভবত তার বিশাল ওজনের কারণে ধীরে ধীরে সাঁতার কাটে।