Hybrid Solar Eclipse 2023: সূর্যগ্রহণ LIVE, কালো হয়ে গেল চারদিক, ঢাকা পড়ল সূর্য

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 20, 2023 | 10:36 AM

Surya Grahan 2023 Live Updates: বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাচ্ছে। আপনিও তার সাক্ষী হন। চোখ রাখুন ভিডিয়োয়...

Hybrid Solar Eclipse 2023: সূর্যগ্রহণ LIVE, কালো হয়ে গেল চারদিক, ঢাকা পড়ল সূর্য

Follow Us

Solar Eclipse 2023 LIVE: বেশ কয়েকদিন অপেক্ষার পর অবশেষে সেই মুহূর্ত এসে গিয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, সূর্যগ্রহণ সবসময় অমাবস্যা তিথিতে পড়ে এবং আজ অর্থাৎ 20 এপ্রিল বৈশাখ মাসের অমাবস্যা তিথি। বিশ্বের কিছু জায়গায় আজ সূর্যগ্রহণ চলছে। কিন্তু ভারতে এই গ্রহণ দেখা যাবে না। এটি একটি হাইব্রিড সূর্যগ্রহণ হবে। আপনি যাতে এই দৃশ্য় হাতছাড়া না করেন, প্রতিবারের মতো তার ব্যবস্থা করেছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা (NASA)। আগেই বলা হয়েছিল, বিশ্বের বিভিন্ন স্থানে এই সূর্যগ্রহণ দেখা যাবে। সেই মতোই চিন, থাইল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া, জাপান, নিউজিল্যান্ড, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পাশের এলাকাগুলির মানুষ সাক্ষী থাকছেন এই হাইব্রিড সূর্যগ্রহণের।

চন্দ্র-সূর্যকে কেন্দ্র করে ঘটা যে কোনও ঘটনাই মানুষের কাছে বেশ আগ্রহের। আর তাই সেই সব জায়গায় ভিড় জমেছে অসংখ্য় মানুষের। বিজ্ঞানীরা একে হাইব্রিড সূর্যগ্রহণ (Hybrid Solar Eclipse) নাম দিয়েছেন। এ ধরনের গ্রহণ 100 বছরে একবারই হয়। হাইব্রিড সূর্যগ্রহণ হল আংশিক ও বৃত্তাকার সূর্যগ্রহণের মিশ্রণ। আর এই অপূর্ব দৃশ্য় আপনিও দেখুন।

হাইব্রিড সূর্যগ্রহণ কী?

হাইব্রিড সূর্যগ্রহণ 100 বছরে একবারই দেখা যায়। এই সূর্যগ্রহণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশিও থাকে না আবার কমও থাকে না। এই বিরল গ্রহণের সময়, সূর্য কয়েক সেকেন্ডের জন্য একটি বলয়ের মতো আকৃতি তৈরি করে, যাকে আগুনের বলয় বলা হয়। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা হাইব্রিড সূর্যগ্রহণ হয়। সেক্ষেত্রে চাঁদ পুরোপুরি সূর্যের আলোকে ঢেকে দেয়।

 

সূর্যগ্রহণ দেখতে, আপনি নাসার ইউটিউব চ্যানেলেও চোখ রাখতে পারেন। যার লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে ভারতীয় সময় অনুযায়ী সকাল 8টায়। গ্রহনটির লাইভ স্ট্রিমিং তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল উভয়েই হবে। তার আগে ইন্দোনেশিয়া থেকে এই দৃশ্য় কেমন লাগছে দেখুন..

হাইব্রিড সূর্যগ্রহণ 100 বছরে একবার হয়:

বিজ্ঞানীদের মতে, এই গ্রহন এক শতাব্দীতে অর্থাৎ 100 বছরে একবারই ঘটে। এই গ্রহণের সময় চাঁদের দূরত্ব পৃথিবী থেকে খুব বেশি দূরেও থাকে না আবার খুব কাছেও থাকে না, যার কারণে পৃথিবীতে চাঁদের ছায়া দেখা যায় এবং এক অনন্য দৃশ্য দেখা যায়। হাইব্রিড সূর্যগ্রহণ সর্বশেষ 2013 সালে দেখা গিয়েছিল, তারপর এটি 2023 সালে দেখা যাচ্ছে। পরবর্তী হাইব্রিড সূর্যগ্রহণ 2031 সালে দেখা যাবে। সূর্যগ্রহণ চার প্রকার। প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ- যেখানে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখে। দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ। এই গ্রহনে, চাঁদ আংশিকভাবে সূর্যকে ঢেকে রাখে এবং সূর্যের একটি অংশ দৃশ্যমান হয়। তৃতীয় বৃত্তাকার সূর্যগ্রহণ, এতে চাঁদ সূর্যের চেয়ে অনেক ছোট দেখায় এবং সূর্যের চারপাশে একটি বলয়ে দেখা যায়। চতুর্থ হাইব্রিড গ্রহন, যাকে বিজ্ঞানের ভাষায় হাইব্রিড সূর্যগ্রহণ বলা হয়। এই গ্রহনকালে পৃথিবীর বিভিন্ন স্থানে তিন ধরনের গ্রহন দেখা যায়।