Tesla Robot Optimus: ভবিষ্যত সুন্দর করতে এল ‘অপ্টিমাস’, প্রতিটা মানুষের যোগ্য সহকারী, হাত নাড়ালেন এলন মাস্কের দিকে…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 02, 2022 | 8:04 PM

Tesla Robot News: অপটিমাস হল টেসলার একটি হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ - টেস্টিংয়ের পর রোবটের কাজ এই ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল বলে জানিয়েছে টেসলা। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোর টেসলা অফিসেই বিশ্ববাসীর সঙ্গে অপ্টিমাসের পরিচয় করান টেসলা সিইও এলন মাস্ক।

Tesla Robot Optimus: ভবিষ্যত সুন্দর করতে এল অপ্টিমাস, প্রতিটা মানুষের যোগ্য সহকারী, হাত নাড়ালেন এলন মাস্কের দিকে...
অপ্টিমাসকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস।

Follow Us

Tesla’s Humanoid Robot: পর্দায় দেখা গেল দুটি রোবট হাতের তালু, হার্ট সাইনে ধরে রাখা দুটি তালু। পর্দা খুলতেই বেরিয়ে এল একটি রোবট, যার নাম অপ্টিমাস। মঞ্চের এক পাশে তখন দাঁড়িয়ে অপ্টিমাসের সৃষ্টিকর্তা সংস্থা টেসলার সিইও এলন মাস্ক। আর তাঁর অনতিদূরেই দাঁড়িয়ে সেই রোবট আর সামনে প্রচুর মানুষ, যাঁরা সকলেই অপ্টিমাসের জন্য হাততালি দিচ্ছেন, গলাও ফাটাচ্ছেন কেউ কেউ। পর্দা থেকে বেরিয়ে এসেই আস্তে আস্তে মঞ্চের সামনে মানুষের দিকে এগিয়ে গেল অপ্টিমাস, তারপর তার এক পাশে দাঁড়িয়ে থাকা ইলন মাস্কের দিকে একবার হাত নাড়ল সে।

অপটিমাস হল টেসলার একটি হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ – টেস্টিংয়ের পর রোবটের কাজ এই ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল বলে জানিয়েছে টেসলা। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোর টেসলা অফিসেই বিশ্ববাসীর সঙ্গে অপ্টিমাসের পরিচয় করান টেসলা সিইও এলন মাস্ক।


এদিকে এলন মাস্ক খোদ আর একটি ভিডিয়ো টুইট করেছে। সেখানে আবার ভিড়ের দিকে অপ্টিমাস রোবটটিকে নাচতেও দেখা গিয়েছে। উপস্থাপককে সেখানে বলতে শোনা যায়, “আক্ষরিক অর্থেই প্রথমবারের মতো রোবটটি একটি টিথার ছাড়াই কাজ করেছে। হিউম্যানয়েড রোবট আবার ফিরে এসেছে।”

মাস্ক জানিয়েছেন তাঁর এই বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থাটি লক্ষ লক্ষ অপ্টিমাস তৈরি করতে পারে এবং প্রতিটিকে 20,000 মার্কিন ডলারে বিক্রি করা যেতে পারে, যা টেসলার জনপ্রিয় কিছু গাড়ির থেকেও কম দামি।


এদিকে সংবাদমাধ্যম রয়টার্সের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে অপ্টিমাসকে বাড়ির পরিচারক বা সহকারীরর কাজে নেওয়ার জন্য কাস্টমাররা অর্ডার করতে পারবেন। মাস্ক বলছেন, “অপ্টিমাসকে পরিমার্জিত করতে এবং তার কার্যক্ষমতা প্রমাণে আরও কিছু কাজ বাকি রয়েছে। আমি মনে করি অপ্টিমাস পাঁচ বা দশ বছরের মধ্যে অবিশ্বাস্য হতে চলেছে, প্রতিটা মানুষের মনের মতো সহকারী।”

“অপ্টিমাস সরাসরি টেকসই শক্তি ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি মনে করি অপ্টিমাসের আবির্ভাবের সঙ্গে মিশনটি কিছুটা বিস্তৃত হয়েছে – আপনি জানেন, আমি জানি না: ভবিষ্যৎকে দুর্দান্ত করে তুলছে।” বলছেন এলন মাস্ক।

লঞ্চের পরে ‘অপ্টিমাস’ এর সঙ্গে পোজ দিয়েছেন এবং টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন মাস্ক। টেসলা প্রধান আরও যোগ করে বললেন, “স্বাভাবিকভাবেই, আমাদের অপ্টিমাস রোবটের একটি ক্যাটগার্ল সংস্করণও থাকবে।”

Next Article