চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সদ্যই সম্পন্ন হয়েছে। তার আগে আংশিক সূর্যগ্রহণও দেখা গিয়েছিল। সেই মহাজাগতিক ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে। গত ১৫ এবং ১৬ মে এই গ্রহণ দেখা গিয়েছে। আর এই গ্রহণ মহাকাশ থেকে দেখতে কেমন লেগেছে সেই ছবিই এবার প্রকাশ্যে এসেছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গত তিন দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল এটি। আর মহাকাশে থাকা Space Station থেকে এই Total Lunar Eclipse দেখতে কেমন লেগেছে সেটাই এবার দেখে নেওয়া যাক। International Space Station থেকে এইসব ছবি তুলেছেন সেখানে থাকা নভশ্চররা। zero gravity-তে ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি তোলা হয়েছে। সত্যিই এ দৃশ্য মনোমুগ্ধকর, এমনটাই বলছেন নেটিজ়েনরা।
চন্দ্রগ্রহণ তখনই সম্পন্ন হয় যখন চাঁদ, সূর্য আর পৃথিবী এক সরলরেখায় অবস্থা করে এবং পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। এর ফলেই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং নির্দিষ্ট সময়ের জন্য চাঁদ সেই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে ঢাকা পড়ে যায়। আর একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় Full Moon বা পূর্ণিমা থাকে। এই গ্রহণের সময় সূর্যের আলো চাঁদের দিকে আসার পথে বাধা হয়ে দাঁড়াবে পৃথিবী। আর তার জেরেই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে এবং তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। খানিকক্ষণের জন্য যেন আকাশ থেকে Vanish বা উধাও হয়ে যাবে চাঁদ। অবশ্য নির্দিষ্ট সময় পরে ফের দেখা যাবে চাঁদ।
এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মুহূর্তে সূর্য এবং চাঁদের মাঝখান দিয়ে প্রবেশ করেছিল পৃথিবী। যার ফলে চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর ছায়া পড়েছিল। এই মুহূর্তই ক্যামেরা বন্দি করেছেন International Space Station-এ থাকা নভশ্চররা। স্বর্গীয় এই মুহূর্তের ছবি প্রকাশ্যে এনেছে European Space Agency। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙ ছিল কিছুটা লালচে। একে বলা হচ্ছে Blood Moon Eclipse। জানা গিয়েছে, International Space Station থেকে এইসব ছবি তুলেছে নভশ্চর সামান্থা ক্রিস্টোফোরেত্তি। নিজের দ্বিতীয় অভিযান ‘মিনার্ভা’-র জন্য আপাতত International Space Station-এই রয়েছেন সামান্থা। তাঁর তোলা বেশ কয়েকটা ছবিই প্রকাশ করেছে European Space Agency। ছবিতে দেখা গিয়েছে, International Space Station-এর একটি Solar Panel-এর সঙ্গে যেন লুকোচুরি খেলছে চাঁদ।
২০২২ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণ রূপে দেখা গিয়েছে উত্তর আমেরিকার পূর্বভাগ এবং মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। আর আংশিক রূপে এই চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে।